‘গজনি টু’ নিয়ে বিরতি ভেঙ্গে হাজির হচ্ছেন আমির খান

May 4, 2023 / 03:44pm
‘গজনি টু’ নিয়ে বিরতি ভেঙ্গে হাজির হচ্ছেন আমির খান

গত বছরের আগস্টে মুক্তি পেয়েছিল বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খানের সিনেমা লাল সিং চাড্ডা। হলিউডের সাড়া জাগানো ফরেস্ট গাম্প-এর রিমেক এই সিনেমাটি সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিস কালেকশনে একদমই ব্যর্থ হয়।

এরপর আমির দীর্ঘদিনের বিরতির ঘোষণা দেন। জানা গেছে, এই বিরতি শিগগির শেষ হচ্ছে। একাধিক ছবির ব্যাপারে নির্মাতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন অভিনেতা।

শোনা যাচ্ছে আমির হায়দরাবাদে গিয়েছেন তেলেগু নির্মাতা আল্লু অরবিন্দের সঙ্গে দেখা করতে। ধারণা করা হচ্ছে, ‘গজনি টু’-এর বিষয়ে আলোচনা করতেই দেখা করেছেন তারা।

আরও শোনা গেছে এই নিয়ে আল্লু অরবিন্দের সঙ্গে তিন মাসের মধ্যে দ্বিতীয়বার দেখা করেছেন অভিনেতা। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

আল্লু অরবিন্দ ছাড়াও বেশ কয়েকটি ছবির ব্যাপারে আরও কয়েক নির্মাতার সঙ্গে আমির কথা বলেছেন বলে জানিয়েছেন সূত্র।

২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’ বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণী পরিচালক এ আর মুরগাদাসের একই নামের তামিল ছবি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল এই ছবি। আমিরের বিপরীতে ‘গজনি’তে অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেত্রী আসিন। এছাড়াও ছিলেন প্রয়াত অভিনেত্রী জিয়া খান।