শাহরুখের ‘জওয়ান’ ২ জুনের বদলে আসতে পারে ঈদে!

বক্স অফিসে ‘পাঠান’ এর অবিশ্বাস্য সাফল্যের পর থেকেই শাহরুখ ভক্তরা অপেক্ষায় আছেন অ্যাটলি পরিচালিত শাহরুখের আসন্ন সিনেমা ‘জওয়ান’ এর মুক্তি নিয়ে। যদিও ঘোষণা অনুযায়ী আগেই জানা গিয়েছিল, আগামী ২ জুন মুক্তি পাবে এই ছবিটি। তবে ঘোষণার পরও ছবিটির মুক্তির তারিখ নিয়ে বার বার তৈরি হচ্ছে অনিশ্চয়তা।
সম্প্রতিই শেষ হয়েছে শাহরুখের ‘জওয়ান’র শুটিং। ছবিটির ভিএফএক্স নিয়ে বেশ ভারী কাজ থাকায় কাজ শেষ করতে ক্ষাণিকটা সময় লাগবে। একই সঙ্গে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ মিলিয়ে যথা সময়ে ছবিটির কাজ শেষ নাও হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
এদিকে আগামী ২ জুন ছবিটি মুক্তি পেলেও এর প্রচারণার জন্য সময় থাকছে মাত্র একমাস, কিন্তু তারপরও ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলি এন্টারটেইনমেন্টের তরফ থেকে এর প্রচারণা নিয়ে তৎপর হতে দেখা যায়নি এখনো। এমনকি এখন পর্যন্ত মুক্তি পায়নি ছবিটির ট্রেলারও। ফলে ধরেই নেওয়া যাচ্ছে যে, আগামী ২ জুন মুক্তি পাচ্ছে না শাহরুখের ‘জওয়ান’।
তবে বলিউড হাঙ্গামার একটি সূত্র বলছে, ২ জুন ‘জওয়ান’ মুক্তি না পেলেও ছবিটির মুক্তির জন্য ভালো একটি তারিখ নির্ধারণ করছে ছবিটির পরিচালক ও প্রযোজকরা। সূত্রটি বলছে, আগামী ২৯ জুন আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে মুক্তি পেতে পারে ছবিটি। যা এর ব্যবসাকেও সফল করবে। এখন দেখার বিষয় এর মুক্তিকে ঘিরে চূড়ান্ত ঘোষণা কি আসে!
অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। অল্প কিছু দৃশ্য এবং একটি মাত্র নাচে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। আরও আছেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। এছাড়া অতিথি চরিত্রে আসছেন সঞ্জয় দত্ত।
‘জওয়ান’ সিনেমার টিজার আসে গত বছর। টিজারে শাহরুখকে ভিন্ন রূপে দেখা যায়। শুধু এক চোখ বের করা এবং সারা মুখে ব্যান্ডেজে মোড়া শাহরুখকে দেখে বোঝা যায় এটি অ্যাকশনধর্মী সিনেমা।
সূত্র: বলিউড হাঙ্গামা