বাংলা চলচ্চিত্রের সুবাতাস বইছে মাল্টিপ্লেক্সগুলোতে

Apr 30, 2023 / 03:30pm
বাংলা চলচ্চিত্রের সুবাতাস বইছে মাল্টিপ্লেক্সগুলোতে

দেশের মাল্টিপ্লেক্সগুলোতে বাংলা চলচ্চিত্রগুলো ব্যাপক ভালো ব্যবসা করছে। ঈদের প্রথম সপ্তাহে প্রায় শোগুলো হাউজফুল গিয়েছে। দ্বিতীয় সপ্তাহ শুরুতে একটু দর্শক কমলেও বিকেল-সন্ধ্যার শো গুলোতে দর্শক বেশ ভালো বলে জানা গেছে। সারাদেশে ৩ মাল্টিপ্লেক্সের ৩০ টি থিয়েটার রয়েছে। এবারের ঈদে বাংলা চলচ্চিত্রের ব্যবসায় সন্তুষ্ট মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষরা।

ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘লিডার : আমিই বাংলাদেশ’, বাপ্পী চৌধুরীর ‘শত্রু’, অনন্ত জলিলের ‘কিল হিম’, বুবলীর ‘লোকাল’, অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতির বন্ধন’, পূজার ‘জ্বীন’, রোশানের ‘পাপ’ ও ইয়াশের ‘আদম’।

ঈদে মুক্তি ৮ টি সিনেমার মধ্যে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স ৬ টি সিনেমা প্রদর্শন করছে। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে রয়েছে ৫ টি থিয়েটার, ধানমন্ডি সীমান্ত সম্ভার, মিরপুর সনি স্কয়ার, মহাখালীর এসকে টাওয়ার, চট্টগ্রামের বালি আর্কেডের চেইনগুলোতে রয়েছে ৩ টি করে থিয়েটার, ঢাকার মিলিটারি মিউজিমা ও রাজশাহীতে রয়েছে একটি থিয়েটার।

৭ টি শাখার ১৯ টি থিয়েটারে পর্যায়ক্রমে ঈদে মুক্তি পাওয়া ৬ টি সিনেমা চলছে বলে জানালেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ।

রবিবার দুপুরে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এবারে বাংলা চলচ্চিত্রগুলো তুমুল ব্যবসা করছে। আশা করছি সামনে বাংলা চলচ্চিত্র আরো ভালো ব্যবসা করবে। আমরা বাংলা সিনেমার কোনো শো কমাইনি, তবে দু একটি সিনেমার শো বাড়িয়েছি। মানুষজন যে সিনেমার প্রতি আগ্রহী সেটার শো বাড়াতে হচ্ছে।’

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে রয়েছে ৭ টি থিয়েটার। এখানেও বাংলা চলচ্চিত্র দাপট দেখাচ্ছে। এমনটাই জানিয়ে ব্লকবাস্টার সিনেমাসের বিপণন বিভাগের সহকারী ব্যবস্থাপক মাহবুব রহমান বলেন, ‘আমাদের এখানে লিডার আমিই বাংলাদেশ, জ্বীন, কিল হিমসহ কয়েকটি সিনেমা মুক্তি দিয়েছি।

ঈদের দিন সকালে একটু মন্দা হলেও দুপুরের পর থেকে ভালো ব্যবসা করছে। এখানে ‘লিডার আমিই বাংলাদেশ’ ৫ টি শো চলছে, ‘কিল হিম’ ও ‘জ্বীন’ ৪ টি করে শো চলছে। ‘লোকাল’ ৩ টি ও ‘পাপ’ ও ‘আদম’ ২ টি করে শো চলছে। ঈদের দিন থেকে বাংলা ছবি ভালো ব্যবসা করছে, কিছু ছবি তো খুবই ভালো ব্যবসা করছে।’

এদিকে ঢাকার কেরাণীগঞ্জের লায়ন্স সিনেমাসে রয়েছে ৪ টি থিয়েটার। সেখানে ‘লিডার আমিই বাংলাদেশ’ ও ‘জ্বীন’ সিনেমা দুটির চাহিদা বেশি হলেও বাংলা সিনেমার চাহিদা বেশ বেড়েছে বলে জানালেন একজন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ।

নাম প্রকাশ করতে ইচ্ছুক নন ওই এক্সিকিউটিভ বলেন, ‘আমাদের এখানে লিডার ও জ্বীনের পরে লোকাল সিনেমা ভালো চলছে। আমরা ৬ টি সিনেমা প্রদর্শন করছি। এটা একসঙ্গে না করে ভাগ করে সপ্তাহ পরপর মুক্তি দিলে আরো ভালো ব্যবসা হতো। তবে বাংলা সিনেমার যে হারে দর্শক ব্যাক করছে আমরা সন্তুষ্ট, সামনে সুদিন দেখছি।’

এদিকে আগামী ৫ মে দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত বহুল আলোচিত বলিউডের চলচ্চিত্র ‘পাঠান’। এ নিয়ে বাংলা চলচ্চিত্র সংশ্লিষ্টরা শঙ্কা প্রকাশ করছেন।