সৌদি আরবের প্রতি মুগ্ধতা প্রকাশ করলেন মেসি

Apr 30, 2023 / 02:27pm
সৌদি আরবের প্রতি মুগ্ধতা প্রকাশ করলেন মেসি

ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে এ মৌসুম শেষেই চুক্তি শেষ হবে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। আগামী মৌসুমে বার্সেলোনার হয়ে দেখা যেতে পারে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী এই ফুটবলারকে।

এ মাসের শুরুর দিকেই মেসিকে পেতে বছরে ৪ হাজার ৬১৯ কোটি টাকার প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাব আল হিলাল। এই পরিস্থিতির মধ্যে সৌদিতে ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেছেন মেসি, যা জন্ম দিয়েছে বেশ আলোচনার।

শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক ও ইন্সটাগ্রাম আইডিতে সৌদি আরবের গাছপালা ও সবুজ প্রকৃতির একটি ছবি আপলোড করেছেন মেসি। ক্যাপশনে লিখেছেন, ‘কে ভেবেছিল সৌদিতে এরকম সবুজ আছে? যখনই পারি, দেশটির অপ্রত্যাশিত সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসি।’ সঙ্গে সৌদি ঘুরে আসুন হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন তিনি।

আর্জেন্টাইন অধিনায়ক মূলত সৌদি আরবের পর্যটনবিষয়ক শুভেচ্ছাদূত। সে জন্যই পর্যটন খাতকে আরও সুদৃঢ় করতে ভ্রমণপিপাসুদের প্রলুব্ধ করতে সদ্য বিশ্বকাপজয়ীকে দিয়ে প্রচার চালাচ্ছে সৌদি আরব।

তবে এটা নিশ্চিত যে মরুর বুকে এমন সবুজের সমারোহ সবারই ভালো লাগার কথা। তবে মেসি এমন এক সময়ে সৌদির পর্যটনের প্রচারণার কাজটা করলেন, যা নিয়ে অনেকেই অনেক কিছু ভাবতে পারেন। এ বছরের জুনের চুক্তি শেষে কি জানি ফুটবল গ্রহের আরেক নক্ষত্র ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সৌদির কোনো ক্লাবে যোগ দেন কি না। সমর্থকেরা এমনটা ভাবলে অবশ্য দোষের কিছু নেই।