পশ্চিমা নিয়ম মানবে না রাশিয়া: পুতিন

ইউক্রেনে হামলার পর থেকেই পশ্চিমা দেশগুলোর বহুমুখী নিষেধাজ্ঞার মধ্যে পড়ে রাশিয়া। বিশেষ করে অর্থনৈতিক আগ্রাসন। এবার সেই নিয়ম বা নিষেধাজ্ঞা না মানার হুমকি দিয়েছে রাশিয়া।
দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘পশ্চিমা ও পশ্চিমাপন্থি দেশগুলো দ্বারা উদ্ভাবিত এবং আরোপিত তথাকথিত কোনো নিয়মই মেনে চলবে না মস্কো।’ শুক্রবার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত দেশটির আইনসভা কাউন্সিলের এক সভায় এ ঘোষণা দেন তিনি।
রাশিয়ার আইনপ্রণেতাদের উদ্দেশে ভ্লাদিমির পুতিন বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো দেশের দীর্ঘমেয়াদি, স্বাধীন এবং সফল উন্নয়নের ভিত্তি তৈরি করা। কিছু দেশ তাদের নিজস্ব নিয়ম চাপিয়ে দিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষয়প্রাপ্ত করেছে। তারা বিভিন্ন আইনি কাঠামো এবং যোগাযোগের চ্যানেলগুলোকে ধ্বংস করছে। তাদের মতামত এবং তথাকথিত নিয়মগুলো সবার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে।
বক্তৃতায় পুতিন আরও বলেন, ‘রাশিয়া বিচ্ছিন্ন হতে চায় না। বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে ন্যায্যভাবে সহযোগিতা পূর্ণ সম্পর্ক রাখতে চায়। আমরা ইউরেশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে বাস্তবসম্মত, সমান, পারস্পরিকভাবে উপকারী ও একচেটিয়াভাবে অংশীদারত্বমূলক সম্পর্ক প্রসারিত করব।’