আলমগীর সাহেব অনেক বড় মনের মানুষ: রুনা লায়লা

অভিনয়ের গৌরবময় ৫০ বছর পেরিয়ে এলেন চিত্রনায়ক আলমগীর। ১৯৭২ সালের এই দিনে আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’ সিনেমার জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি।
তিন শতাধিক সিনেমার অভিনেতা আলমগীরের জন্য দিনটি বিশেষ তো বটেই, বাংলা চলচ্চিত্রের ইতিহাসেও দিনটি জ্বলজ্বলে হয়ে থাকবে। বিশেষ এ দিনটিতে নায়ক আলমগীরকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীসহ চলচ্চিত্রের অনেক সহকর্মীরা।
এদিকে আলমগীর প্রসঙ্গে তার সহধর্মিণী উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা গণমাধ্যমকে বলেন, ‘আলমগীর সাহেব অনেক বড় মনের মানুষ। আমার মতে তিনি সেরা অভিনেতাদের একজন। আমি চাই, তাকে গবেষণা করে অভিনয়ে কাজে লাগানো হোক।’
আলমগীরের মহত্ত্বের কথা তুলে ধরতে উদাহরণ টেনে তিনি বলেন, ‘একদিন ঢাকায় একটি সিগন্যালে গাড়ি থামার পর আমার কাছে এসে একটি ছেলে সালাম দিয়ে বলল, ‘ম্যাডাম আমি এক সময় ভিক্ষা করতাম।
কিন্তু স্যার (আলমগীর) আমাকে পথে একদিন পেয়ে কিছু টাকা দিয়েছিলেন। সেই থেকে আমি ভিক্ষা ছেড়ে ব্যবসা করছি। স্যার আমার জীবন বদলে দিয়েছেন।’ এমন অনেক মানুষকে তিনি উপকার করেছেন যা আমার জানা নেই।’