সামিরা খান মাহি প্রশংসায় ভাসছেন

Apr 27, 2023 / 03:05pm
সামিরা খান মাহি প্রশংসায় ভাসছেন

পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই সামিরা খান মাহির। এক লহমায় দর্শক বন্দী হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। ছোটপর্দায় এরইমধ্যে নিজেকে সেরা প্রমাণ করেছেন তিনি। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই সামিরা খান মাহির।

এক লহমায় দর্শক বন্দী হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। এবার ঈদের নাটকেও নিজের আধিপত্য বজায় রেখেছেন এ অভিনেত্রী। ফলস্বরূপ ঈদ উপলক্ষে প্রকাশিত নাটকগুলোর মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাহির নাটক।

এবার ঈদে এসেছে মাহি অভিনীত নাটক ‘ঈদ সালামি’। ইউটিউবে প্রাকশের চারদিনেই এর দর্শক সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২.৭ মিলিয়নের ঘরে। ফলে ইউটিউব ট্রেন্ডিংয়েও সেরা পাঁচে রয়েছে নাটকটি।

‘ঈদ সালামি’তে মাহির বিপরীতে রয়েছেন ফারহান আহমেদ জোভান। নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার। মানবিক গল্পে নির্মিত এ নাটকটি যে দর্শকরা বেশ পছন্দ করেছেন তা মন্তব্যের ঘরে চোখ রাখলেই বোঝা যায়। নাটকটির গল্প ও অভিনশিল্পীদের জন্য প্রশংসা রেখে গেছেন দর্শক।