আর্সেনাল কোচ এবার ‘শাস্তি’ পেয়েছেন

‘আমরা ভালো দলের কাছে হেরেছি। তারা ব্যতিক্রমী ছিল এবং যখন এমন হয়, সেই পর্যায়ে পৌঁছানো অত্যন্ত কঠিন। আমরা খেলার সেই পর্যায়ের ধারের কাছেও ছিলাম না। আমাদের শাস্তি দেয়া হয়েছে এবং শাস্তিটা আরও বড় হতে পারতো।’
ইংলিশ প্রিমিয়ার লিগের মহারণে ম্যানচেস্টার সিটির কাছে ৪-১ গোলের হারকে শাস্তি পাওয়ার সঙ্গে তুলনা করে এভাবেই বলেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে আর মাত্র দুই পয়েন্ট পিছিয়ে ম্যানসিটি। দলটির হাতে রয়েছে টেবিল টপার আর্সেনালের চেয়ে দুটি ম্যাচ বেশি খেলার সুযোগ। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আর্সেনাল। ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান পেপ গার্দিওলার শিষ্যদের।
কঠিন পরিস্থিতিতে পড়লেও শিরোপা জয়ের আশা ছাড়ছেন না আর্তেতা। গানারদের কোচের সাফ কথা, ‘আমরা হাল ছাড়তে চাচ্ছি না। এই লিগে পাঁচটি খেলা বাকি আছে। যেকোনো কিছু হতে পারে।’
‘আমরা খেলোয়াড়দের উজ্জীবিত করছি। কারণ তারা আজ রাতে ভুগেছে এবং এটি হজম করা কঠিন ছিল। আমরা এখন পর্যন্ত যা করেছি তারচেয়ে সবকিছুই আরও ভালো করতে হবে। পরের ম্যাচে জয় আদায় করতে হবে। এখান থেকেই আমাদের শুরু করতে হবে।’
মঙ্গলবার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে চেলসির বিপক্ষে নামবে আর্সেনাল। ম্যাচে গানাররা হোঁচট খেলে লিগ চ্যাম্পিয়ন হওয়ার আশা অনেকটাই ফিকে হয়ে যাবে।