দর্শকের কাছে আমাদের আর ছোট করবেন না: জায়েদ খান

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান বিভিন্ন ইস্যুতে কথা বলে থাকেন। মূলত চলচ্চিত্রের উন্নয়ন নিয়েই তার ধ্যান-ধারণা। আর এ নিয়েই সরব তিনি।
এবার ঈদে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। সিনেমা মুক্তির পর তারকা ও সংশ্লিষ্টরা বিভিন্ন সময় নানা মন্তব্য করছেন। যা নিয়ে আবার বিতর্ক ও সমালোচনা হয় নানা মাধ্যমে। দর্শকরাও কখনো কখনো নেতিবাচক হিসেবে দেখেন সংশ্লিষ্টদের সেসব মন্তব্য। এবার চিত্রনায়ক জায়েদ এ ধরনের মন্তব্য না করার জন্য আহ্বান জানালেন।
বুধবার (২৬ এপ্রিল) ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে লেখেন, ‘এই ঈদে যার যার সিনেমা মুক্তি পেয়েছে, তারা সবাই সর্বোচ্চ দিয়ে নিজের সিনেমার প্রচারণা চালিয়ে যান। কিন্তু কেউ কারো সিনেমা নিয়ে কিংবা কেউ কাউকে কটুক্তি করবেন না, প্লিজ। দর্শকের কাছে আমাদের সন্মান এমনিতে তলানিতে, তাদের কাছে আমাদের নিজেদের আর ছোট না করি।’
তবে এখানেই শেষ নয়। চলচ্চিত্র সংশ্লিষ্টদের স্বার্থে দেশে এই মুহূর্তে হিন্দি সিনেমা মুক্তি বন্ধ রাখার জন্যও অনুরোধ জানিয়েছেন। ঈদে মুক্তিপ্রাপ্ত দেশীয় সিনেমাকে আরও কয়েক সপ্তাহ ব্যবসা করার সুযোগ দেয়া উচিত বলেও মনে করেন জায়েদ।
এ ব্যাপারে তিনি লিখেছেন, ‘ঈদের সব সিনেমা ব্যবসাসফল হোক, এই কামনা করছি। আর একটা কথা, ঈদের সিনেমাগুলোকে আরও কয়েক সপ্তাহ ব্যবসা করার সুযোগ দেয়া উচিত। বাংলাদেশি চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের বাঁচার সুযোগ তৈরি হোক।
তার আগে পর্যন্ত হিন্দি সিনেমা মুক্তি বন্ধ রাখা হোক। মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়, হিন্দি সিনেমা আমদানিকারক, হল মালিকদের এ বিষয়ে অনুরোধ রইল। জয় হোক বাংলাদেশি সিনেমার।’