শাহরুখ খান এবার ছেলের পরিচালনায় পর্দা মাতাতে আসছেন

Apr 27, 2023 / 12:32pm
শাহরুখ খান এবার ছেলের পরিচালনায় পর্দা মাতাতে আসছেন

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। এবার ছেলে আরিয়ান খানের নির্মাণে খুব শিগগিরই পর্দা মাতাতে আসছেন বলিউড বাদশাহ। এর আগে একবার শাহরুখ জানিয়েছিলেন অভিনয়ের থেকে ক্যামেরার পেছনের কাজটি করতেই বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন আরিয়ান।

এই স্টারকিড লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে চান বলে সম্প্রতি জানা গেছে। সামনে মুক্তি পেতে যাচ্ছে আরিয়ানের লেখা প্রথম ওয়েব সিরিজ। এর মধ্যেই ছেলের পরিচালনায় কাজ করেছেন শাহরুখ।

কিছুদিন আগেই আরিয়ানের লাক্সারি স্ট্রিটওয়্যার ব্র্যান্ড ‘ডি’ ইয়ালভ এক্স’ নামের সেই পোশাক ব্র্যান্ডেরই বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি। আর ছেলের নির্দেশনায় সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন বলিউড বাদশা।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনের টিজার ভিডিওটি পোস্ট করেছেন বোন সুহানা খান। সেই সঙ্গে শাহরুখ নিজেও পোস্ট করেছেন এটি।

টিজারের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বোর্ডে কেউ কিছু লিখছেন আর হাত থেকে পড়ে যায় রঙের ব্রাশ। সেটি তুলে নেন শাহরুখ খান। তারপর ক্যামেরার সামনে দেখা যায় শাহরুখের চোখ দুটি। খুব শিগগিরই বিজ্ঞাপনটি মুক্তি পাবে বলে জানা গেছে।

খবর : টাইমস অব ইন্ডিয়া