ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে বচ্চন পরিবারের মামলা

অমিতাভ বচ্চনের নাতনি এবং অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের কন্যা আরাধ্যর নামে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে, এক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বচ্চন পরিবার। আরাধ্যর স্বাস্থ্য নিয়ে মিথ্যে খবর ছড়ানোর জেরেই এই অভিযোগ দায়ের করা হয়। ভুয়া খবর প্রকাশ্যে আসার পরেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। আগামী ২০ এপ্রিল সেই মামলার শুনানি হবে।
১৯ এপ্রিল ১০২৩, বুধবার আদালতে এই অভিযোগ জানানো হয়। আরাধ্যর বয়স বর্তমানে ১১ বছর এবং সে নাবালিকা। প্রায়শই নানা কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের মুখে পড়তে হয় স্টারকিডদের। নাবালিকা হওয়া সত্ত্বেও আরাধ্যকেও ট্রলের শিকার হয়। অনলাইনে প্রায়ই নেতিবাচক মন্তব্য শুনতে হয় আরাধ্যকে।
আরাধ্যর বাবা অভিষেক বচ্চন এর বিরোধিতা করে বলেছিলেন, ‘এগুলো সত্যিই মেনে নেওয়া যায় না। এই সব নেতিবাচক মন্তব্য কখনই সহ্য করব না। আমি পাবলিক ফিগার, আমাকে নিয়ে নানা কথা হতে পারে। এর মাঝে আমার মেয়েকে নিয়ে আসা উচিত নয়। যদি কিছু বলার থাকে আমার মুখের ওপর বলো।’
সূত্র : জি২৪ ঘণ্টা