পাকিস্তান যুবারা ঈদের পর বাংলাদেশে আসছে

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আগামী ২৬ এপ্রিল বাংলাদেশে পৌঁছানোর কথা সফরকারীদের। একমাত্র চার দিনের ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে।
বুধবার সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সফরে একটি চার দিনের ম্যাচ, একটি টি-টুয়েন্টি ছাড়াও পাঁচটি ওয়ানডে খেলবে দুই দল।
২৬ এপ্রিল ঢাকায় পৌঁছে সরাসরি চট্টগ্রাম চলে যাবে পাকিস্তান যুবারা। ৩০ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে চার দিনের ম্যাচটি।
এরপর ৬ ও ৮ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে প্রথম দুই ওয়ানডে। সেখান থেকে দুই দল চলে যাবে রাজশাহী।
১১, ১৩ ও ১৫ মে ওয়ানডে সিরিজের শেষ তিন ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীর শেখ কামরুজ্জামান স্টেডিয়ামে। ১৭ মে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচও গড়াবে একই ভেন্যুতে।