ফারিন যে কারনে মামলার হুমকি দিলেন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন নিজের ব্যক্তিজীবন নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।
একজন গায়ক ও অভিনেতার সঙ্গে তার নাম জড়িয়ে বিয়ের গুঞ্জন নিয়ে কয়েকটি সংবাদ প্রকাশ করে কয়েকটি গণমাধ্যম। এবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মিথ্যা ও অবমাননাকর সংবাদ পরিবেশন করলে আইনিব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এ অভিনেত্রী।
বুধবার রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন ফারিন। তিনি লিখেছেন, সাংবাদিক ভাইবোনদের আমি শ্রদ্ধা করি। সম্মানের চোখে দেখি। তাদের সবাইকে আমার পেশাদার জীবনের অংশ মনে করি।
সাংবাদিকতা আমার চোখে মহতী পেশা। কিন্তু কিছু সাংবাদিক যাচাই না করে মনগড়া কোনো তথ্য ছড়িয়ে দিলে ভীষণ কষ্ট লাগে। এটিই আমার এখনকার অনুভূতি।
আইনিব্যবস্থা নেওয়ার হুশিয়ারি উচ্চারণ করে তিনি আরও লেখেন, কষ্ট নিয়ে বলতে হচ্ছে— কোনো সাংবাদিক, নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি, প্রমাণ, উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে। যার কারণে আমার ইমেজের ওপর নেতিবাচক পড়ে, তা হলে আমি আইনিব্যবস্থা নিতে বাধ্য হব।
নিজের ব্যক্তিজীবনকে বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে ফারিনের অভিমত, আমি বরাবরই চুপচাপ কাজ করেছি। আমার ব্যক্তিজীবন সব সময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি। খুব কম মানুষই ব্যক্তি ফারিনকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে, কিছু বলার ক্ষমতা আমার নেই। বাকস্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তা করব।
গুঞ্জন নিয়ে মুখ খুলতে নারাজ ফারিন। তার মূল্যায়ন, আমার ব্যক্তিজীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানোর অধিকার আমি কাউকে দিইনি। কেউ সেটা করলে আমি সহ্য করব না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি।
সবশেষ ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বার্তা দেন অভিনেত্রী। তিনি লেখেন— আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার ব্যক্তিজীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এ মুহূর্তে নেই। আমার এবারের ঈদের কাজগুলোর আপডেট একে একে পোস্ট করতে চাই। ধন্যবাদ।