কোহলির মেয়ের সঙ্গে প্রেম করার শখ

ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মার মেয়ে ভামিকার সঙ্গে প্রেম করার ইচ্ছা হলো এক শিশুর।
সোমবার বেঙ্গালুরুর এমএ চেন্নাস্বামী স্টেডিয়ামে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচে এক শিশু দর্শকের হাতে থাকা প্ল্যাকার্ডটি সবার নজর কেড়েছে।
ওই শিশুর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা রয়েছে- ‘নমস্কার বিরাট আঙ্কেল। আমি ভামিকার সঙ্গে ডেট-এ যেতে পারি?’
শিশুটির হাতে এমন প্ল্যাকার্ড দেখে অনেকেই শিশুটির অভিভাবকদের সমালোচনা করেছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে একজন ক্ষোভ প্রকাশ করে লেখেন- এখানে সন্তান পরিচালনার ভুল রয়েছে। কেন সবাই এটিকে সুন্দর বলে মনে করছে?
অন্য একজন মন্তব্য করেছেন- এখানে যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এটিকে সমর্থন করছেন। অদ্ভুত একেবারে। এই শিশু বা ভামিকা কেউই ব্যাপারটা জিজ্ঞাসা করেনি।
আবার কেউ কেউ লেখেন- ‘সত্যিই ভামিকাকে একা ছেড়ে দিতে হবে। এই শিশুটিও জানে না সে কি ধরে আছে! লোকেরা চিন্তা না করে যা খুশি করেন।