ঈদে ২০ টাকায় ‘হোটেল রিল্যাক্স’

Apr 19, 2023 / 12:38pm
ঈদে ২০ টাকায় ‘হোটেল রিল্যাক্স’

ঈদে দর্শকের বাড়তি বিনোদন দিতে মুক্তি পাচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’।

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে এটি দেখা যাবে মাত্র ২০ টাকায়। নির্মাতা জানান, ঈদে উপলক্ষে হোটেল রিল্যাক্স দেখা যাবে।

বিশ্বব্যাপী ওটিটির কনটেন্টগুলোতে দর্শকরা ক্রাইম-থ্রিলার গল্প দেখে অভ্যস্ত। গতানুগতিক ধারার সেই পথে হাঁটতে চাননি ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা অমি।

তিনি বলেন, আমি এন্টারটেইনমেন্টে ভরপুর গল্প দেখাচ্ছি। যত্ন নিয়ে সিনেমার মতো আয়োজনে হোটেল রিল্যাক্স তৈরির চেষ্টা করছি। এখন পোস্ট প্রডাকশনের শেষ অংশের কাজ চলছে।

সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলক, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমা প্রমুখ।

এছাড়া এতে অতিথি চরিত্রে চমক হিসেবে থাকছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

হোটেল রিল্যাক্স’র মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজ বানালো বঙ্গ। এর চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, হোটেল রিল্যাক্স পপুলার জনরায় নির্মিত। অমির পূর্বের কাজ দেখে তার প্রতি আমরা বিশ্বাসী। সে সততা নিয়ে কাজটি করেছে। আমরা মনে করি অমি ও বঙ্গ-এর প্রথম ওয়েব সিরিজ মুক্তির পর সুনাম অর্জন করবে।