হা হা রিঅ্যাক্টে এগিয়ে অনন্ত, দ্বিতীয় শাকিব খান

Apr 18, 2023 / 04:53pm
হা হা রিঅ্যাক্টে এগিয়ে অনন্ত, দ্বিতীয় শাকিব খান

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিল অভিনীত ‘কিল হিম’। তার সঙ্গে আসছে শাকিব খান অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’। দুটি ছবিই ঈদে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। চলছে জোর প্রচারও। আসছে দুটি ছবির টিজার-গান।

এদিকে এসব প্রচার করতে গিয়ে মজার এক আলোচনার জন্ম দিয়েছেন দুই নায়ক। তাদের ভেরিফায়েড পেজে শেয়ার করা টিজার ও গানের ভিডিওতে হা হা রিঅ্যাক্টের নজিরবিহীন রেকর্ড গড়েছে।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার পোলা খ্যাত অনন্ত ফেসবুকে প্রকাশ করেন কিল হিম ছবির টিজার। মঙ্গলবার (১৮ এপ্রিল) পর্যন্ত দেখা হয় ২৭ লাখের বেশি। মন্তব্য পড়েছে ১৫ হাজারের বেশি।

ভিডিওতে রিঅ্যাকশন পড়েছে ১ লাখ ৩৯ হাজার। তার মধ্যে হা হা রিঅ্যাক্ট দিয়েছেন ৭৮ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী।

এই হা হা রিঅ্যাক্টে খুব একটা পিছিয়ে নেই ভক্তদের কাছে ‘নাম্বার ওয়ান কিং খান’ খ্যাত শাকিব খান। তিনি লিডার আমিই বাংলাদেশ সিনেমার প্রচারে শুরুতে নীরব থাকলেও ‘কথা আছে’ গান প্রকাশের সময় সরব হন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন গানটি৷ এতে রিঅ্যাকশন এসেছে ১ লাখ ৬৯ হাজার। সেখানে কমেন্ট পড়েছে ১৬ হাজার। ১৫ লাখের বেশি ভিউ হওয়া গানটিতে হা হা রিঅ্যাক্ট এসেছে ৪৪ হাজারের বেশি।

‘গাল্লি বয়’ খ্যাত তবীব মাহমুদের গাওয়া গানটি বেশ আলোচনায় এসেছে। ভাইরাল হয়েছে বলা যায়। তবে শাকিবের মতো একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এবং জনপ্রিয় নায়কের শেয়ার করা ভিডিওতে এত হা হা দেখে অনেকে চমকে গেছেন।

অনেকে দাবি করছেন এক নায়কের ভক্তরা আরেক নায়কের পেজে গিয়ে এসব হা হা রিঅ্যাক্ট দিচ্ছেন। চলছে যেন হা হা রিঅ্যাক্টের লড়াই। তবে এসব হা হা রিঅ্যাক্ট প্রায় সবই অটো বলে দাবি করছেন সোশ্যাল মিডিয়ার বিশ্লেষকরা।