২২ এপ্রিল মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবে ঈদ হতে পারে

Apr 17, 2023 / 02:45pm
২২ এপ্রিল মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবে ঈদ হতে পারে

মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবে ঈদ উল ফিতর ২২ এপ্রিল (শনিবার) হতে পারে বলে জানিয়েছে সৌদি জ্যোতির্বিজ্ঞান সংস্থাগুলি। জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে ঈদের সঠিক তারিখ কেবলমাত্র নতুন চাঁদ দেখার উপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে বলে জানিয়েছে তারা।

আরব ভিত্তিক সংবাদ মাধ্যম অয়েল অ্যান্ড গ্যাস মিডলইস্ট জানিয়েছে, আগামী বৃহস্পতিবার ২০ এপ্রিল মিডলইস্টের ইসলামী সম্প্রদায় এবছরের প্রথম শাওয়াল মাসের অর্ধচন্দ্রাকার চাঁদের সন্ধান করবে। তবে জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পর্যবেক্ষণ অনুসারে ওইদিন সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলো থেকে খালি চোখে চাঁদ দেখা যাবে না।

তবে এই দেশগুলির নিয়ম অনুযায়ী ঈদ উদযাপন করার জন্য শাওয়াল মাসের প্রথম চাঁদ শুধুমাত্র খালি চোখে বা সঠিকভাবে দেখা প্রয়োজন। একারণেই তারা রমজানের ৩০ দিন পূর্ণ করার জন্য সিয়াম সাধনা চালিয়ে যাবে, বলে আশা করা হচ্ছে। সেহিসেবে মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর সম্ভবত শনিবারই হতে যাচ্ছে।