সুরিয়ার আসন্ন সিনেমার নাম পাল্টে গেল!

গত বছরের মাঝামাঝিতে ঘোষণা এসেছিল সিরুথাই শিবা পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া সুরিয়া অভিনীত একটি দক্ষিণী সিনেমার। প্রাথমিকভাবে যার নাম রাখা হয়েছিল ‘সুরিয়া ৪২’। অবশেষে নাম চূড়ান্ত হলো আসন্ন বিগ বাজেটের এই ছবিটির।
রবিবার (১৬ এপ্রিল) গ্রিন স্টুডিওর টুইটার হ্যান্ডেল থেকে আসন্ন ছবিটির একটি মোশন টিজার প্রকাশের পাশাপাশি জানানো হয় ছবিটির নাম ‘কানগুভা’। শুধু তাই নয়, আসন্ন ছবিটির টিমের সর্বশেষ আপডেট অনুযায়ী টুডি ও থ্রিডি সংস্করণে মোট ১০টি ভাষায় মুক্তি পাবে এই ছবি।
জানা গেছে, আসন্ন ‘কানগুভা’ ছবিটি এখন পর্যন্ত সুরিয়ার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রযোজনাগুলির মধ্যে একটি হতে চলেছে। একই সাথে এটি একটি প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র হিসাবে বিশাল আকারে মাউন্ট করা হচ্ছে।
গেল বছরের আগস্টে শুটিং শুরু হয়েছে ছবিটির। সুরিয়ার বিপরীতে যেখানে দেখা যাবে বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে। এছাড়াও এই ছবিতে আরও আছেন যোগি বাবু, রেডিন কিংসলে, কোভাই সারালা ও আনন্দ রাহ। আগামী ২০২৪ সালের প্রথম দিকে ছবিটি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।