নিজের পায়ের নিচে মাটি আছে কিনা আগে দেখ, বাপ্পীকে ইকবাল

Apr 17, 2023 / 02:33pm
নিজের পায়ের নিচে মাটি আছে কিনা আগে দেখ, বাপ্পীকে ইকবাল

‘বাপ্পী নাম শোনা মাত্রই ৪০ হল বুকিং হবে’ এমন দাবি করেছেন স্বয়ং নায়ক বাপ্পী চৌধুরী। শুধু তাই নয়, তিনি বলেছেন তাঁর সঙ্গে কাদের সিনেমা মুক্তি পাচ্ছে তা নিয়ে ভাবার সময়ই নেই তাঁর।

বাপ্পীর এই মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন ‘কিল হিম’ সিনেমার পরিচালক এমডি ইকবাল। তিনি বাপ্পীকে নিজের পায়ের নিচে মাটি আছে কিনা সেটি দেখার পরামর্শ দিয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে অনন্ত-বর্ষা অভিনীত ‘কিল হিম’ সিনেমাটি আসন্ন ঈদে মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বাপ্পীকে এ পরামর্শ দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমডি ইকবাল বলেন, ‘আমি কারো বদনাম করতে চাই না। বাপ্পী কি বললো আর না বললো সেটি আমার চেয়ে সাংবাদিকরা ভালো জানেন। তার এত বছরের ক্যারিয়ার এই পর্যন্ত কি ছবি চলে, কি ছবি চলে না সেটিও আপনাদের অজানা নয়।’

তিনি বলেন, ‘সে আমাদের ছোট ভাই, আমি কথা বলতে চাই না। কিন্তু সে যদি মনে করে অনন্ত জলিলকে গোনায় ধরিনা তাহলে আমি তাঁকে বলবো, বাপ্পী তোর পায়ের নিচে মাটি আছে কিনা আগে দেখ। আমি যতটুকু জানি তোর ছবি নেয় না সিনেমা হলে।’

উল্লেখ্য, আসন্ন ঈদে মুক্তির মিছিলে আছে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সিনেমা ‘শত্রু’। সুমন ধরের পরিচালনায় অ্যাকশন থ্রিলার ঘরনার সিনেমাটির ট্রেইলার প্রকাশের পর থেকেই আছে সমালোচনায়।

এদিকে এবারের ঈদে বাপ্পীর সঙ্গে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক শাকিব খানের ‘লিডার : আমিই বাংলাদেশ’, অনন্ত জলিলের ‘কিলহিম’।

এই দুই নায়কের সঙ্গে সিনেমা মুক্তি নিয়ে চাপে আছেন কি না? সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের এমন প্রশ্নে বাপ্পী বলেন, ‘আরে ধুর, এগুলো নিয়ে ভাবেই না বাপ্পী। কারে নিয়ে কি চাপ হবে এগুলো বাপ্পীর দেখার সময় নেই। আমি জানি, বাপ্পীর জোরে বাপ্পীর সিনেমা চলবে।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমার ছবি যেদিন রিলিজ পাবে ওই দুইদিনে অংক ঘুরে যাবে। কারণ আমি ঈদে আসছি এই আওয়াজ দেওয়ার সাথে সাথে ৪০টি হল বুক হয়ে গেছে।’