সালমান খান যোগ দিলেন বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে

Apr 17, 2023 / 02:29pm
সালমান খান যোগ দিলেন বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে

প্রতিবছর রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে উপস্থিত হয় প্রায় পুরো বলিউড। এবছরেও তাঁর ব্যতিক্রম হয়নি। বরাবরের মতোই এবারও পার্টিতে উপস্থিত হয়েছিলেন সালমান খান।

কালো পাঞ্জাবি ও পায়জামা পরে পার্টিতে এসেছেন সালমান। অভিনেতা পার্টিতে উপস্থিত হতেই পাপারাজ্জিরা ‘ভাইজান’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেন। অভিনেতাকে এগিয়ে নিয়ে জান বাবা সিদ্দিকি ও জিসান সিদ্দিকি।

পার্টিতে দেখা গেছে অন্তঃসত্ত্বা গওহর খানকেও। সাথে ছিলেন তার স্বামী জাইদ দরবার। সবুজ রঙের আনারকলি পরেছিলেন অভিনেত্রী।

পার্টিতে আরও ছিলেন রাশমি দেশাই, জাভেদ জাফরি, পূজা হেগড়ে, সেলিম খান, অর্পিতা ও আয়ুশ শর্মা। এছাড়াও ছিলেন সানা খান ও তাঁর স্বামী, শেহনাজ গিল, সুনীল শেঠি, উর্মিলা মাতন্ডকার, প্রীতি জিনটা, রিতেশ, জেনেলিয়া, এমসি স্ট্যান সহ অনেকেই।

বাবা সিদ্দিকির ইফতার পার্টির জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। অতিথিদের যেন কোনো অসুবিধা যাতে না হয়, তার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছিল। বাবা সিদ্দিকি নিজেই তদারকি করেছেন সবকিছু।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস