সৌরভ-কোহলি যে কারনে হাত মেলালেন না, ভিডিও ভাইরাল

সৌরভ গাঙ্গুলী ও বিরাট কোহলির সম্পর্কের তিক্ততা এখনো চলছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে সেটিরই যেন বহিঃপ্রকাশ ঘটল। মাঠেই সৌরভকে রক্তচক্ষু দেখালেন কোহলি। খেলা শেষে আবার কোহলির সঙ্গে হাত মেলালেন না সৌরভ।
প্রথম ঘটনা দিল্লির ইনিংসের ১৮তম ওভারে। বেঙ্গালুরুর বিপক্ষে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তখন চাপে দিল্লি। আমান হাকিম খান ভালো খেলছিলেন। ১০ বলে ১৮ রান করে আউট হন তিনি। আমানের ক্যাচ ধরে দিল্লির ডাগআউটের দিকে অদ্ভুতভাবে তাকান কোহলি।
সেখানে তখন বসে রয়েছেন দলের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ সৌরভ। সেই সময় সৌরভ পাল্টা কোনো অভিব্যক্তি না দিলেও ম্যাচ শেষে বোঝা যায় যে তিনিও সৌরভের সঙ্গে কথা বলতে চান না।
ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। সৌরভের ঠিক সামনেই ছিলেন দিল্লির কোচ রিকি পন্টিং। তিনি যখন কোহলির সঙ্গে হাত মেলাচ্ছেন, তখন পন্টিংকে টপকে বিরাটের পরে দাঁড়িয়ে থাকা ক্রিকেটারের সঙ্গে হাত মেলান সৌরভ। ফলে দুই জনের সাক্ষাৎ হয়নি।
কোহলি ও সৌরভের এই তিক্ততা তখন থেকে চলছে, যখন কোহলি ভারতীয় দলের অধিনায়ক ও সৌরভ বিসিসিআই সভাপতি ছিলেন। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ব্যর্থ হওয়ার পরে ছোট ফরম্যাটে দলের নেতৃত্ব ছাড়েন বিরাট।
তার পরে সৌরভ জানান, তিনি বিরাটকে নেতৃত্ব ছাড়তে নিষেধ করেছিলেন। বিরাট শোনেননি। সাদা বলের ক্রিকেটে দু’জন অধিনায়ক রাখা মুশকিল। তাই এক দিনের দলের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় বিরাটকে। কয়েক মাস পরে টেস্ট দলের অধিনায়কত্বও ছেড়ে দেন বিরাট।
পরে এক সংবাদ সম্মেলনে কোহলি জানান, তাকে নেতৃত্ব ছাড়তে কেউ নিষেধ করেননি। এমনকি তার সঙ্গে কোনো আলোচনা না করে তাকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন কোহলি। সেই বিবাদ এখনো চলছে। আইপিএলে সেটাই দেখা গেল।
Virat kohli Didn't shake hands with Ganguly… #RCBvDC pic.twitter.com/0jw8AjoGHW
— runmachinevirat (@runmachinevi143) April 15, 2023