পলক তিওয়ারি সামনে আনলেন আরিয়ানের যে ‘সত্য’!

Apr 15, 2023 / 03:51pm
পলক তিওয়ারি সামনে আনলেন আরিয়ানের যে ‘সত্য’!

জনপ্রিয় অভিনেত্রী ও সঞ্চালক শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি বলিউডে সেভাবে কাজ না করলেও, এখন থেকেই জনপ্রিয় হয়ে উঠেছেন। সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে বলিউডে অভিষেক করতে যাচ্ছেন পলক।

এর আগে তিনি নজর কেড়েছিলেন হার্ডি সান্ধুর সঙ্গে ২০২১-এর মিউজিক ভিডিও ‘বিজলি বিজলি’তে। অভিনেত্রী আরো যে কারণে শিরোনামে থাকেন, তার মধ্যে একটি হচ্ছে তাঁর সম্পর্কের গুঞ্জন।

সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের প্রতি ক্রাশ রয়েছে তার, এমনটাই গুঞ্জন শোনা যায়। তবে এবার ইব্রাহিম নয়, শাহরুখপুত্র আরিয়ানকে নিয়ে কথা বললেন পলক। সম্প্রতি এক সাক্ষাৎকারে পলক জানালেন, আরিয়ান খান বাস্তবেই মিষ্টি একটা ছেলে।

সাম্প্রতিক সময়ে আরিয়ান ও পলককে একই পার্টিতে দেখা গেছে। এক সাক্ষাৎকারে তাই তাঁকে শাহরুখের ছেলের সঙ্গে সম্পর্ক কেমন তা নিয়ে প্রশ্ন করা হয়। আসলে বর্তমানে চর্চার বিষয় হলো আরিয়ানের সদা গম্ভীর মুখ। তার কোনো ছবি বা ভিডিও ভাইরাল হলেই সবার প্রশ্ন থাকে, ‘ছেলেটা হাসে না কেন?’

মা শ্বেতা তিওয়ারির সঙ্গে পলক
সিদ্ধার্থ কাননকে দেওয়া সাক্ষাৎকারে আরিয়ান সম্পর্কে পলক বলেন, ‘ওকে দেখে ঠিক যেমন লাগে, মানুষটা আসলেই সে রকম। খুব কম কথা বলেন। কিন্তু যেটুকু বলেন তাতে গুরুত্ব আছে। তারপরই ভিড়ে মিশে যাবেন।

এমনিতে কিন্তু খুব মিষ্টি ছেলে, ভীষণ ভালো আর চুপচাপ। পার্টিতেও একেবারে নিজের মধ্যেই থাকে। ও এতটাই মিষ্টি যে আপনি কথা বলতে চাইলেই আপনার সঙ্গে কথা বলবে। আসলেই খুব ঠাণ্ডা আর চুপচাপ প্রকৃতির আরিয়ান।’

পলককে একবার ইব্রাহিম আলি খানের সঙ্গে পার্টি থেকে বের হওয়ার সময় ক্যামেরা দেখে মুখ লুকাতে দেখা গিয়েছিল। সে বিষয়ে শ্বেতাকন্যা জানিয়েছেন, ‘তিনি, ইব্রাহিম আর কিছু বন্ধু সেদিন পার্টিতে গিয়েছিলেন।

মুখ লুকানোর কারণ, তার মা জানতেন না আসলে তিনি কোথায়। মাকে মিথ্যা বলেছিলেন। আর তাই মায়ের থেকে লুকাতেই ওই রকম করে বসেন।’ সাইফের ছেলের সঙ্গে প্রেমের গুঞ্জনে পানি ঢেলে পলক বলেন, ‘আপাতত তিনি শুধু কাজে ফোকাস করতে চান।’

পলকের প্রথম সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাচ্ছে ২১ এপ্রিল। সঙ্গে হাতে আছে ‘দ্য ভার্জিন ট্রি’র কাজ। যাতে আরো অভিনয় করছেন সঞ্জয় দত্ত।