লিটনকে বসিয়ে রাখার ম্যাচে হায়দ্রাবাদের কাছে হারল কলকাতা

Apr 15, 2023 / 11:26am
লিটনকে বসিয়ে রাখার ম্যাচে হায়দ্রাবাদের কাছে হারল কলকাতা

হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। রান তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের টপ অর্ডারের ব্যাটাররা আবারও ব্যর্থতার প্রমাণ দেন। মাঝে নীতিশ রানা-রিংকু সিংয়ের ব্যাটে লড়াইয়ে ফিরেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত হায়দ্রাবাদের রানপাহাড়ে আটকে গেল কেকেআর। ফলে টানা দুই জয়ের পর হারের মুখ দেখল দুইবারের চ্যাম্পিয়নরা।

শুক্রবার (১৪ এপ্রিল) ঘরের মাঠ ইডেন গার্ডেনে আইপিএলের ১৯তম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতার ইনিংস থেমেছে ৭ উইকেটে ২০৫ রানে। ফলে ২৩ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লিটনহীন কলকাতা।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে হায়দ্রাবাদ। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটি দুই ওপেনার হ্যারি ব্রুক ও মায়াঙ্ক আগারওয়াল ঝোড়ো সূচনা এনে দেন। তবে ৪.১ ওভারে দলীয় ৪৮ রানের মাথায় আগারওয়াল মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ওয়ান ডাউনে নেমে রাহুল ত্রিপাটিও ফেরেন ব্যক্তিগত ৯ রানে।

এরপর ব্রুক-মার্করাম জুটি গড়ে ধীরে ধীরে আগ্রাসী রূপ ধারণ করেন। তারা দুজনে মিলে মাত্র ৪৭ বলে গড়েন ৭২ রানের জুটি। এর মধ্যে ৩২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ব্রুক। মার্করাম ২৫ বলে অর্ধশতক করার পরের বলেই ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন। তবে অপর প্রান্তে ব্রুক সাবলীল ভঙ্গিতে ব্যাটিং চালিয়ে যান।

ফলে মাত্র ৫৫ বলে ১২ চার ও ৩ ছক্কায় সেঞ্চুরি তুলে অপরাজিত থাকেন ইংলিশ তরুণ ব্রুক। তাকে কিছুটা সঙ্গ দিয়ে ১৭ বলে ৩২ রান করেন অভিষেক শর্মা। আর সবার শেষে নামা হেনরিখ ক্লাসেনের ৬ বলে ১৬ রানের ক্যামিও ইনিংসের পর ২২৮ রানে থামে হায়দ্রাবাদের ইনিংস।

বোলিংয়ে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল একাই ৩ উইকেট শিকার করেন। এছাড়া বরুণ চক্রবর্তীর শিকার ১টি উইকেট।

বড় টার্গেট তাড়া করতে নেমে ২০ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় কলকাতা। প্রথম ওভারেই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফেরান ভুবনেশ্বর কুমার। এরপর চতুর্থ ওভারে মার্কো জানসেন পর পর দুই বলে ফিরিয়ে দেন ভেঙ্কটেশ আইয়ার এবং সুনীল নারিনকে। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন নীতিশ রানা ও জাগাদিসান।

চতুর্থ উইকেটে তারা দুজনে মিলে ৬২ রানের জুটিও গড়েছিলেন। তবে হায়দ্রাবাদের স্পিনার মায়াঙ্ক মারকানদের ঘূর্ণিতে দ্রুত দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে কলকাতা। জাগাদিসান ২১ বলে ৩৬ রান করে বিদায়ের পর আন্দ্রে রাসেলও মাত্র ৩ রান করে আউট হয়ে যান।

আগের ম্যাচে শেষ ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে নায়ক বনে যাওয়া রিংকু সিং এ বারও কলকাতাকে ভরসা দিচ্ছিলেন। রানার সঙ্গে মিলে একের পর এক ছক্কা হাঁকিয়ে কলকাতাকে আশা দেখাচ্ছিলেন। কিন্তু তাদের ৬৯ রানের জুটি ভেঙে দেন টি নটরাজন। ফুলটস বলে মারতে গিয়ে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে ৪১ বলে ৭৫ রান করে ফেরেন নীতিশ।

এরপর ইডেনে শুধুই রিংকু দাপট দেখান। শার্দূল ঠাকুর ১২ রান করে ফেরার পর ৩১ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন রিংকু। তার পরও নির্ধারিত সময়ে ৭ উইকেট হারিয়ে ২০৫ রানেই থেমে যায় কলকাতার ইনিংস। আর হায়দ্রাবাদ শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পায় ২৩ রানের।