দ্বারে দ্বারে ঘুরেছি, কেউ আমাকে পাত্তা দেয়নি: মনির খান

Apr 13, 2023 / 02:15pm
দ্বারে দ্বারে ঘুরেছি, কেউ আমাকে পাত্তা দেয়নি: মনির খান

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। তবে তার আজকের অবস্থানে আসার পথটা মসৃণ ছিল না। বেশ কাঠ খড় পোড়ানোর পরেই নিজের অবস্থান জানান দিয়েছেন তিনি। এরপর পেয়েছেন পরিচিতি, জনপ্রিয়তা ও দর্শক-শ্রোতাদের ভালোবাসা।

দীর্ঘদিন পর অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন মনির খান। ‘কী বাঁধনে বেঁধেছো আমায়’ শিরোনামের অ্যালবামটি মোট ১০টি গান নিয়ে সাজানো হয়েছে। সোমবার (১০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে গানগুলোর প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।

এই আয়োজনের ফাঁকে মনির খান তার সংগীত জগতের শুরুর সময়ের সংগ্রামের সময়ের কথা বলেন। ‘অঞ্জনা’ খ্যাত এ গায়ক বলেন, মিল্টন ভাই (গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার) কে আমার সংগীতের পিতা বলি, যে যা-ই বলুক, আমি বলি।

আমি জানি সংগীতের জগতে তার অবদান কোথায়। আমি রবিদাকে (কণ্ঠশিল্পী রবি চৌধুরী) চিৎকার করে বলি, সংগীত জগতে একজন মানুষ আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন।

যোগ করে মনির খান বলেন, যখন আমি একজন শিল্পী হবার জন্য চেষ্টা করছিলাম, দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছিলাম, ধরনা দিচ্ছিলাম; কেউ পাত্তা দেয়নি। আমাকে কেউ বসার জন্য বলেনি। সে সময় একজন রবি চৌধুরী আমার সিডি হাতে নিয়ে দেখল, তখন সে আমাকে টান দিয়ে বুকে জড়িয়ে ধরে বলল, ‘তোমাকে দিয়েই হবে, তুমি থাকো; তোমার সঙ্গে আমি আছি। ’

মনির খানের অ্যালবাম ‘কী বাঁধনে বেঁধেছ আমায়’-এর গানগুলো ভিডিও চিত্রসহ এই গান মনির খানের দুটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আগামী দুই মাস ধরে।