বাটলারের ব্যাটে ১৭৫ সংগ্রহ করল রাজস্থান

Apr 12, 2023 / 10:26pm
বাটলারের ব্যাটে ১৭৫ সংগ্রহ করল রাজস্থান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ১৭তম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়েলস।

চেন্নাইয়ের এম এ চেন্নস্বামী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে রাজস্থান। আগে ব্যাট করে জস বাটলার, সিমরন হিতমায়ার, ডেবুট পাদিক্কল ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেছে রাজস্থান।

৩৬ বলে এক চার আর ৩ ছক্কায় ৫২ রান করেন রাজস্থানের ইংশিল তারকা ব্যাটসম্যান জস বাটলার। ১৮ বলে দুই চার আর সমান ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান সিমরন হিতমায়ার।

২২ বলে এক চার আর দুই ছক্কায় ৩০ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। ২৬ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করেন পাদিক্কল।