ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম মারা গেছেন

Apr 11, 2023 / 11:54am
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম মারা গেছেন

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম ক্বারী আব্দুস সালাম গোলাপ (৫৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন।

সোমবার ১০ এপ্রিল সন্ধ্যায় মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জরুরি বিভাগের নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল মঙ্গলবার জোহরের নামাজের পর শোলাকিয়া ঈদগাহে জানাজা শেষে তাকে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হবে।