প্রথমবার যাকাত দিলেন রুকাইয়া চমক

Apr 10, 2023 / 12:36pm
প্রথমবার যাকাত দিলেন রুকাইয়া চমক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শোবিজে যাত্রা শুরু হয় ২০১৭ সালে। ২০২০ সাল থেকে অভিনয়ে নিয়মিত হন। তিন বছরে বেড়েছে পরিচিতি করেছেন অনেক দর্শকপ্রিয় কাজ। সম্প্রতি অভিনেত্রী পরিচয়ের বাইরে তাঁর নামের সঙ্গে চলচ্চিত্র পরিচালকও যুক্ত হয়েছে।

বর্তমানে টিভি নাটক, ওয়েব কনটেন্টে তুমুল ব্যস্ত এই অভিনেত্রী। মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করছেন চমক। শুধু অভিনয় নয় পরিচালনা, মডেল, উপস্থাপনাতেও সমান তালে জনপ্রিয় তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে চমক জানান প্রথমবার যাকাত দিয়েছেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, আগে আমার ব্যক্তিগত যাকাত হত না। এখন আমার যাকাত হচ্ছে।

আমার অংশের যাকাত আমি পাঠিয়ে দিয়েছি। এর বাইরে যতটুকু সম্ভব বাবা মাকে নিয়ে গ্রামে যেতে পারি। এলাকায় যারা আর্থিকভাবে অসচ্ছ্বল, বয়স্ক তাদের সঙ্গে সময় কাটানোর ইচ্ছে আছে।

তারকা হবার পরে ঈদ কিভাবে ধরা দেয়?, জানতে চাইলে তিনি বলেন, জাস্ট আর ১০ টা সাধারণ মানুষের মত। নতুন জামা কাপড়ের যে আনন্দ সেটা অবশ্য নাই। তবে হ্যা ঈদের সালামী নেয়ার জন্য বড়দের আগে সালাম করতাম। এখন সবাই আমাকে সালাম করে আমি সালামী দেই। এটা অন্যরকম।

ঈদের কাজগুলোতে ভিন্নতা কি থাকছে?, চমক বলে, ভিন্নতা কি বলব আমি জানি না। তবে এবার কাজ করার আগে সিলেকশনের ক্ষেত্রে খুব সচেতন ছিলাম। গল্প, সহকর্মী, নির্মাতা নির্বাচনের ক্ষেত্রে নজর দিয়েছি। বিভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছি।