মিরাজকে ডিপিএলে জরিমানা

আম্পায়ারের এলবিডব্লিউর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের অ্যাসাইনমেন্ট শেষে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে নেমেই বিতর্কিত সিদ্ধান্তে আউট হন এ অলরাউন্ডার।
অসন্তোষ নিয়ে ছাড়েন ২২ গজ। মাঠের বাইরে রিজার্ভ আম্পায়ারের কাছে অভিযোগ করেন। সতীর্থ সাকিব আল হাসানকে দেখান নিজের আউটের ভিডিও।
এসব কারণে মিরাজকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি। লেভেল-১ পর্যায়ের এই অপরাধের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে।
একটি সিদ্ধান্ত বিপক্ষে গেলেও মোহামেডানের পারফরম্যান্সে তার প্রভাব পড়েনি। বিকেএসপির তিন নম্বর মাঠে সিটি ক্লাবকে একরকম উড়িয়ে দিয়েছে তারা। ১০১ রানের বিশাল জয়ে ডিপিএলে সুপার লিগে খেলার সম্ভাবনা তৈরি করেছে ঐতিহ্যবাহী মোহামেডান।