দিল্লির আজকের একাদশে কি থাকবেন মুস্তাফিজ?

Apr 8, 2023 / 11:59am
দিল্লির আজকের একাদশে কি থাকবেন মুস্তাফিজ?

দুই হারে এবারের আইপিএল আসর শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। আজ বিকেল চারটায় নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে দলটি। গুয়াহাটিতে তাদের আজকের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। দিল্লির প্রথম দুই ম্যাচের একাদশে ছিলেন না বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। আজকের একাদশে দ্য ফিজের জায়গা হবে কিনা এ নিয়ে বেশ আগ্রহ রয়েছে বাংলাদেশি সমর্থকদের।

দিল্লির ভেরিফাইড ফেসবুক পেইজে মুস্তাফিজকে নিয়ে একের একে পোস্ট করতে থাকলেও একাদশে জায়গা দেওয়া হচ্ছে না তাকে। প্রথম ম্যাচে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে দিল্লিতে বিদেশি ক্রিকেটার হিসেবে ছিলেন মিচেল মার্শ, রোভম্যান পাওয়েল ও রাইলি রুশো। পরের ম্যাচে আসে একটি পরিবর্তন, পাওয়েলের জায়গায় দলে সুযোগ পান অ্যানরিক নরকিয়া।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো দিল্লির সম্ভাব্য দুটি একাদশ প্রকাশ করেছে। আজ আগে ব্যাটিং করলে কেমন হতে পারে দিল্লির একাদশ, পরে ব্যাট করলে কেমন হতে পারে একাদশ – তবে কোনোটিতেই নাম নেই মুস্তাফিজের। আরেক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজও সম্ভাব্য একাদশে রাখেনি মুস্তাফিজকে।

ক্রিকবাজের দৃষ্টিতে দিল্লির সম্ভাব্য একাদশ : পৃথবী শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), রাইলি রুশো, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, সরফরাজ খান/যশ ডুল, অভিষেক পোরেল, আমান হাকিম খান, কুলদ্বীপ যাদব, অ্যানরিক নরকিয়া ও মুখেশ কুমার।

দিল্লির হয়ে আজ মুস্তাফিজ খেলবেন কিনা সেটি অবশ্য নির্ভর করছে দলটির ম্যানেজমেন্টের ওপর। ফিজের ওপর তারা আস্থা রাখেন কিনা সেটিই দেখার বিষয়।