রাজধানীতে চুরি-ছিনতাই বেড়েছে

Apr 8, 2023 / 11:57am
রাজধানীতে চুরি-ছিনতাই বেড়েছে

রাজধানীতে বছরজুড়ে কমবেশি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে দুই ঈদের সময় এসব ঘটনা তুলনামূলক বেড়ে যায়। গণপরিবহনে, মার্কেটে, ভিড়ে ও ঈদের ছুটিতে বাসা ফাঁকা থাকার সুযোগ কাজে লাগায় চক্রের সদস্যরা।

পুলিশ বলছে, ঈদ সামনে রেখে ছিনতাইকারীচক্র বেপরোয়া হয়ে ওঠে। চলতি রমজান ও ঈদ সামনে রেখে নগরবাসীর নিরাপত্তায় ১৩ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশ জানায়, প্রতিনিয়ত চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটলেও অনেক ঘটনা জানা যায় না। কারণ, এসব ঘটনায় থানা পুলিশ পর্যন্ত যায় না অনেক ভুক্তভোগী। ফলে ডিএমপির ৫০ থানার তথ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চিত্র ফুটে ওঠে না। প্রকৃতপক্ষ চুরি-ছিনতাইয়ের ঘটনা আরো বেশি।

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় গত বুধবার সকালে মোস্তফা রনি নামের এক ব্যক্তির মোবাইল ফোন চুরি হয়। কর্মস্থলে যাওয়ার পথে বাস থেকে নামার সময় দেখেন পকেটে ফোনটি নেই। একই দিন গুলশানে এক বাসায় ডাক্তার-নার্স সেজে চুরির ঘটনা তদন্তে গিয়ে চক্রের হোতা এক নারীসহ ছয়জনকে চোরাই মালামালসহ গ্রেপ্তার করে পুলিশ।

এ ছাড়া গত রবিবার রাতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক ছাত্রীকে আফতাবনগরে দুই ছিনতাইকারী চাপাতি দিয়ে কুপিয়ে তাঁর ব্যবহৃত মোবাইলটি ছিনিয়ে নেয়। পরে ওই দুজনকে গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশ। তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় চুরি-ছিনতাইয়ের আটটি মামলা রয়েছে।

১০ দিনে ১৫০ চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ১৯ : ডিএমপি ও র‌্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সম্প্রতি ১০ দিনে চোরচক্রের ১৯ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় ১৫০টি চোরাই মোবাইল ফোন ও সাতটি ল্যাপটপ উদ্ধার করে।

এর মধ্যে গত সোমবার পল্টন এলাকা থেকে ৯৭টি চোরাই মোবাইল ফোন ও ১৬টি সিম, ল্যান্ড টেলিফোনসহ ৯ মোবাইল চোরকে আটক করে র‌্যাব-১০। এর আগে মার্চের ২৭-৩১ পর্যন্ত কলাবাগান থানা পুলিশ ৪২টি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করে। গত বুধবার বিভিন্ন স্থান থেকে ১০টি মোবাইল ফোন ও চারটি ল্যাপটপ উদ্ধারসহ ছয়জনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

ডিএমপির তালিকায় মামলা বাড়ছে : রাজধানীর ৫০ থানায় ২০২০ সালে চুরি-ছিনতাইয়ে এক হাজার ৮৭৫টি মামলা হয়। ২০২১ সালে এক হাজার ৯৮৬টি। ২০২২ সালে এসে মামলার সংখ্যা দাঁড়ায় দুই হাজার ৩১৬টিতে। এ ছাড়া চলতি বছরের প্রথম দুই মাস (জানুয়ারি-ফেব্রুয়ারি) ৩১৮টি চুরি-ছিনতাইয়ের মামলা হয়েছে।

চলতি রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে ডিএমপির সতর্কতা : অন্তত ১৩ ধরনের অপরাধ থেকে বাঁচতে নগরবাসীকে সতর্ক করেছে ডিএমপি। এর মধ্যে রয়েছে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি, সালাম পার্টি, বমি পার্টি, প্রতারক, দালাল, ধাক্কা পার্টি, টানা পার্টি, মরিচ পার্টি, গামছা পার্টি ইত্যাদি। একই সঙ্গে এই জাতীয় পরিস্থিতির সম্মুখীন হলে নিকটস্থ থানায় যোগাযোগ করা কিংবা ৯৯৯-এ ফোন করে জানানোর কথা বলা হয়েছে।

পুলিশের গুলশান বিভাগের ডিসি আ. আহাদ বলেন, কারো বাসায় ডাক্তার বা নার্স পরিচয়ে কিংবা কারো পরিচিত বলে কেউ ঢুকতে চাইলেই প্রবেশ করতে দেবেন না। পরিচয় নিশ্চিত হয়ে ঢুকতে দেবেন। বাসার মালিকদের সেটা নিশ্চিত করতে হবে এবং তা নিরাপত্তাকর্মী বা দারোয়ানকে জানাতে হবে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক বলেন, এসব ঘটনার সঙ্গে বেকারত্ব, মাদক ও কিশোর অপরাধের মতো অনেক বিষয় জড়িত। এ ছাড়া বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের কিছু মানুষ চুরির মতো অপরাধে জড়িয়ে পড়ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক খন্দকার ফারজানা রহমান বলেন, এসব ঘটনা কমাতে হলে সামাজিক নজরদারি বাড়ানোসহ একে অন্যের বিপদে এগিয়ে আসার প্রবণতা বাড়াতে হবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর হতে হবে।