পাপন বললেন ‘চ্যাম্পিয়ন মেয়েদের জন্য পুরস্কারের চেক রেডি, নিচ্ছে না বাফুফে’

সাফজয়ী মেয়ে ফুটবলারদের পুরস্কারের হিসাব-নিকাশ শেষ হয়নি এখনো। তিন দিন আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন পুরস্কারের বকেয়া টাকার ফিরিস্তি দিতে গিয়ে বলেছিলেন, ‘মানিক টাকা দিয়েছে। সালামের পে অর্ডারও রেডি বলে জানিয়েছে। বিসিবির টাকার ব্যাপারে আপনারা (সংবাদমাধ্যম) জানেন, আমরা কিছু জানি না।’
বাফুফে সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী ৫০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাফজয়ী মেয়েদের জন্য। দুজনের টাকার ব্যাপারে বাফুফে সভাপতির পুরো ধারণা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৫০ লাখ টাকার ঘোষণা নিয়ে তিনি কিছুই জানেন না বলেছিলেন।
এটা শুনেই বিসিবি সভাপতি নাজমুল হাসান গতকাল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘বিসিবি গত অক্টোবরে মেয়েদের পুরস্কারের চেক স্বাক্ষর করে ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছিল; কিন্তু তারা আসে না।
এ ব্যাপারে ভালোভাবে বলতে পারবে সুজন (বিসিবির প্রধান নির্বাহী)।’ বিজয়ী দলের প্রত্যেকের নামে বিসিবি চেক তৈরি করেছে। তাদের হাতেই টাকা তুলে দিতে চায় বিসিবি। ব্যাপারটা বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগও জানেন।
গতকাল তিনি বলেছেন, ‘সাফ জয়ের পরপরই তারা (বিসিবি) পুরস্কারের টাকা দিতে চেয়েছিল; কিন্তু মেয়েরা ছুটিতে গিয়েছিল বলে তখন সম্ভব হয়নি। এখন আবার সুজন ভাই ফোন দিয়েছিলেন। মেয়েদের হাতে কখন-কিভাবে টাকা তুলে দেওয়া হবে, সেটা নিয়ে কথা হয়েছে।
দু-চার দিনের মধ্যে উনাকে জানিয়ে দেব আমি।’ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও বাফুফে সম্পাদক আবু নাঈম সোহাগ আলাপ করেই চেক নেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করবেন।