দুর্দান্ত সেঞ্চুরি করার পর বিদায় নিলেন মুশফিক

দিনের শুরুতে উইকেট গেলেও ব্যাট হাতে আগ্রাসী ভূমিকায় দেখা গেছে সাকিব আল হাসানকে। অপরপ্রান্তে কিছুটা ধীরগতিতে খেলেছেন মুশফিক। সাকিব তার টেস্ট ক্যারিয়ারের ৩১তম অর্ধশত তুলে নেন এদিন।
এর জন্য খেলেছেন ৪৫ বল। ২৬তম অর্ধশত তুলে নেন মুশফিকও। শতকও পূর্ণ করেন মুশি। তবে শেষ পর্যন্ত ১২৬ রানের সাহসী ইনিংস খেলে বিদায় নেন মুশফিক।
বাংলাদেশ ও সফরকারী আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভাল না হলেও সাকিব ও মুশফিকের ১৯৯ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। এখন ব্যাট হাতে মেহেদি হাসান মিরাজের লড়ছেন লড়ছেন তাইজুল ইসলাম।