অনলাইনে প্রেম করে কোটি টাকা হারালো প্রেমিক

Apr 5, 2023 / 03:07pm
অনলাইনে প্রেম করে কোটি টাকা হারালো প্রেমিক

অনলাইন প্রেমে প্রতারিত হয়ে পাঁচ সপ্তাহের মধ্যে ১.৮ মিলিয়ন ডলার হারালেন হংকংয়ে বসবাসকারী একজন ইটালিয়ান। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ২০ কোটি টাকা। লোকটিকে তার অনলাইন প্রেমিকা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার জন্য প্রতারিত করেছিল।

এনডিটিভি জানিয়েছে, হংকংয়ের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে বসবাসরত ৫৫ বছর বয়সী ইটালিয়ান এক ব্যক্তি ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রেমজনিত প্রতারণার শিকার হন।

সিঙ্গাপুরের একজন মহিলা শেয়ার ব্যবসায়ী পরিচয়ে তার সাথে অনলাইনে ডেট করতে শুরু করেন। তার কথা অনুযায়ী বেশি লাভের আশায় ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন ওই ব্যক্তি।

চলতি বছর ৬ থেকে ২৩ মার্চের মধ্যে, ইটালীয় লোকটি নয়টি ভিন্ন অ্যাকাউন্টে টাকা রেখে প্রায় ২২টি আর্থিক লেনদেন করেন। বিনিয়োগ করার পরও কোন টাকা ফেরত না পেয়ে তার মনে সংশয়ের সৃষ্টি হয়, এরপর মার্চ মাসের শেষের দিকে তিনি বিষয়টি নিয়ে পুলিশের কাছে যান।

পুলিশ অপরাধটিকে ‘প্রতারণার মাধ্যমে সম্পত্তি লাভ’ হিসেবে বর্ণনা করছে, যার ফলে একজন ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত জেল হতে পারে৷