বন্ধুর স্ত্রীকে জড়িয়ে ধরায় দুই যুবককে গ্রেফতার

বাড়িতে ঢুকে বন্ধুর স্ত্রীর শ্লীলতাহানি করার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুরে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযুক্তদের দাবি, তাদের ফাঁসানো হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে সোমবার খবর আনন্দবাজার পত্রিকার খবরে জানানো হয়েছে।
ভিকটিমের স্বামীর দাবি, বন্ধুত্বের সূত্র ধরে তার বাড়িতে মাঝে মধ্যে আসতেন ওই দুই যুবক। তার এক বন্ধু বাড়ির ভেতরে ঢুকে তার স্ত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে জোর করে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেন। এ সময় তার স্ত্রী চিৎকার করলে বাড়ির অন্যরা দৌড়ে আসেন। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই বন্ধু।
এ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ করেছেন ওই নারী ও তার স্বামী।
তবে গ্রেফতার যুবকদের দাবি, তাদের ফাঁসানো হয়েছে। অভিযোগকারীর স্ত্রীর সঙ্গে কথা বলা বন্ধ করে দিতেই তাদের ফাঁসানো হয়েছে।
বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ।