তাইজুল ঝড়ে ২১৪ রানে গুটিয়ে গেলো আয়ারল্যান্ড

Apr 4, 2023 / 05:01pm
তাইজুল ঝড়ে ২১৪ রানে গুটিয়ে গেলো আয়ারল্যান্ড

ঘরের মাঠে সফরকারী আয়ারল্যন্ড একমাত্র টেস্টে ম্যাচের সিরিজে নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়ে গেছে। বল হাতে আইরিশ শিবিরকে একাই ধ্বংস করে দিয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। ঘুর্ণি জাদুতে ৫৮ রানে তিনি একাই ৫ উইকেট শিকার করেছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে আইরিশ দুই ওপেনার জেমস ম্যাককুলাম আর মুরে কমিন্স সাবধানে ইনিংস শুরু করেছিলেন। তবে তারা বেশিক্ষণ সে প্রতিরোধ গড়তে পারেননি।

পঞ্চম ওভারে কমিন্সকে এলবিডব্লিউতে কাবু করে ব্যক্তিগত ৫ রানে বিদায় করেন শরিফুল ইসলাম। অধিনায়ক বালবার্নিকে নিয়ে আরও কিছুক্ষণ চালিয়ে যান ম্যাককুলাম। জুটিটা বেড়ে উঠার আভাস দিতেই অবশ্য নিভে যায়। ইবাদতের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাককুলাম। ২৭ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা।

তৃতীয় উইকেটে বালবার্নি-টেক্টর প্রতিরোধের চেষ্টায় ছিলেন। আইরিশ অধিনায়ককে অনেকটা থিতুও মনে হচ্ছিল। প্রথম সেশনটা আর কোন বিপর্যয় ছাড়া পার করে দেওয়ার কাছে ছিলেন তারা। তবে তাইজুল ইসলামের বলে সুইপ করতে গিয়ে বিপদটা ডেকে আনেন বালবার্নি।

ভেতরে ঢোকা বলে পায়ে লাগিয়ে এলবিডব্লিউতে কাবু হয়ে যান তিনি। ভেঙে যায় ২১ রানের ছোট্ট জুটি। ৫০ বলে ১৬ করে ফেরেন বালবার্নি। ৪৮ রানে তৃতীয় উইকেট হারায় আয়ারল্যান্ড। লাঞ্চ বিরতির আগে বাকিটা সময় টেক্টরের সঙ্গে দাঁড়িয়ে যান ক্যাম্ফার।