আম্বানিদের পার্টিতে টিস্যুর বদলে বাটিতে রাখা টাকা!

মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ কত তা নিয়ে সাধারণ মানুষ মাথা না ঘামালেও তার জীবনযাত্রা, ঐশ্বর্য, তাদের প্রাসাদোসম বাড়ি অ্যান্টেলিয়া নিয়ে মানুষের মধ্যে কৌতুহল রয়েছে। সম্প্রতি নীতা আম্বানি তারকা খচিত একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। দেশের তাবড় তাবড় অভিনেতা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, হাজির ছিলেন সেই অনুষ্ঠানে।
তবে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি মিষ্টির পদ। তার মধ্যে টাকা সাজানো। ছবির ক্যাপশনে লেখা, ‘আম্বানিদের পার্টিতে, টিস্যু পেপারের পরিবর্তে ৫০০ টাকার নোট পরিবেশন করা হয়।’
এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়। ‘রাতনিশ’ নামে এক অ্যাকাউন্ট থেকে এই মিষ্টির একটি ছবি শেয়ার হয়েছে। তার কমেন্ট সেকশন ভরে গিয়েছে অগুনতি কমেন্টে। কেউ লিখেছেন, ‘টিস্যু যখন এটাকে কি ড্যামেজ করা যাবে?’ কেউ আবার মজার ছলে লিখেছেন, ‘বিজনেসম্যানরা টাকা নষ্ট করেন না।’
তবে আসল গল্প অন্য। যদি মিষ্টিটিকে ভালোভাবে দেখা যায়, তাহলে বোঝা যাবে যে এটি আসলে দিল্লির বিখ্যাত ‘দৌলত কি চাট’। ‘ইন্ডিয়ান অ্যাকসেন্ট’ নামক দিল্লির এক বিখ্যাত হোটেলে এই মিষ্টির পদ টিকে এভাবেই পরিবেশন করা হয় এবং এই টাকাগুলো সবই নকল। আর আম্বানি পরিবারও এভাবে মিষ্টির সঙ্গে টাকা টিস্যু হিসেবে পরিবেশন করেনি।
দিল্লির মানুষরা কিন্তু দারুণ সুস্বাদু এই খাবারের জন্য ভিড় করেন রেস্তোরাঁয়। এটি দুধের ফেনা দিয়ে তৈরি একটি হালকা, মিষ্টি পদ। মুখে দিলেই গলে যায়। সাধারণত পেস্তা, খোয়া, এবং গুঁড়ো চিনি দিয়ে পরিবেশন করা হয়। দৌলত কি চাট শুধুমাত্র শীতের মৌসুমে কয়েক মাস পাওয়া যায়।
তবে যাই হোক, এই টুইটটি দেখে মানুষ কৌতুহল প্রকাশ করেছে। ভাইরাল পোস্টটি প্রায় ২ লাখ মানুষ দেখেছেন।