ভাইরাল সেই কালু ক্ষমা চেয়েও পার পেলেন না

অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্টকে বিরক্ত করেছিলেন কারওয়ান বাজার এলাকার আব্দুল্লাহ কালু। বিদেশি এই ইউটি্উবার কালুকে এড়িয়ে চলারও পরামর্শ দেন। ৩২ লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলে কালুকে নিয়ে করা পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
তিনি কারওয়ান বাজারের সোনারগাঁও প্যান প্যাসিফিক ও হাতিরঝিল মোড়ে হোটেল ইনে বিদেশিদের টার্গেট করে টাকা চাইতেন বলে জানা যায়।
ঘটনা জানাজানি হয়েছে জানার পর কালু দেশীয় ইউটিউবারদের মাধ্যমে ভিডিওবার্তায় ইউটিউবার লুক ডামান্ট-এর কাছে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। এমন আমি আর করবো না। ওই অস্ট্রেলিয়ান ফুড ভ্লগারের কাছে আমি ক্ষমা চাই। এটা একটা দুর্ঘটনা।’
ওই ভিডিওতে কালু জানান, তিনি ইংরেজি ভাষায় কথা বলতে পারেন। এছাড়া স্প্যানিশ ও জার্মান ভাষায়ও কথা বলতে পারেন।
ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্টকে বিরক্ত করা সেই বৃদ্ধকে গ্রেপ্তার করে ডিএমপি অ্যাক্টে এরই মধ্যে আদালতে পাঠানো হয়েছে। সোমবার সকালে ‘ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ’ ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।