মার্চে প্রবাসী আয় হয়েছে দুই বিলিয়ন ডলারের বেশি

Apr 3, 2023 / 11:34am
মার্চে প্রবাসী আয় হয়েছে দুই বিলিয়ন ডলারের বেশি

রমজান মাসে দান-সদকা, জাকাত-ফিতরা বিতরণসহ এমনিতেই খরচ একটু বেড়ে যায়। এরপর আবার ঈদকে কেন্দ্র করে কেনাকাটাও শেষ করতে হয়। আর তাই পরিবার-পরিজনের বাড়তি ব্যয়ের কথা মাথায় রেখে রোজায় বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এর ধারাবাহিকতায় সদ্যঃসমাপ্ত মার্চ মাসে প্রবাসীরা ২০১ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ।

এর আগে গত বছরের আগস্টে ২০৩ কোটি (২.০৩ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাই ও দ্বিতীয় মাস আগস্টে টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল দেশে। এরপর টানা ছয় মাস কেটে গেলেও দুই বিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছাতে পারেনি রেমিট্যান্স।

অবশেষে অর্থবছরের নবম মাসে এসে আবারও ঘুরে দাঁড়াল রেমিট্যান্স। অতিক্রম করল দুই বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, স্বাধীনতার এই মাসে ২০১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার এসেছে।

বাংলাদেশি মুদ্রায় (প্রতি এক ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ২১ হাজার ৫৮৯ কোটি টাকার বেশি। আর প্রতিদিন গড়ে এসেছে ছয় কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ৬৯৬ কোটি টাকা।

২০২২ সালের মার্চের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৮.৪৯ শতাংশ বা ১৫ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের মার্চে প্রবাস আয় ছিল ১৮৫ কোটি ৯৭ লাখ ডলার। সদ্যঃসমাপ্ত মার্চ মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার।