স্ত্রী ও মাকে নিয়ে ওমরাহ করতে গেলেন জয়

Mar 31, 2023 / 11:25pm
স্ত্রী ও মাকে নিয়ে ওমরাহ করতে গেলেন জয়

ওমরাহ করতে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সঙ্গে আছেন তার মা ও স্ত্রী।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ওমরাহ করতে যাওয়ার বিষয়টি জানান জয়। তিনি লেখেন, ‘ওমরার উদ্দেশ্যে রওনা দিলাম। দোয়া করবেন। সাথে মা আর বউ।’

তার সেই পোস্টে খল-অভিনেতা মিশা সওদাগর মন্তব্য করেছেন, ‘সাথে মা মানে বেহেশত, আর বউ মানে আমানত। এই দুটো নিয়ে যে চলে তার জন্য অনেক দোয়া ভাই। আল্লাহ তোমাদের ওমরাহ কবুল করুন, আমিন।’

চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘দোয়া।’

অভিনেত্রী জিনাত হাকিম লিখেছেন, ‘দোয়া করো আমাদের জন্য।’

অভিনেত্রী ফারজানা চুমকি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’