শাকিবকে বুবলীর সমর্থন

‘কেউ রাজা হলে তার থেকে সর্বস্ব কেড়ে নিলেও সে রাজাই থাকে’, শাকিব খানকে ঘিরে এত বিতর্কের মাঝেও এমনটাই উপলব্ধি শবনম বুবলীর। শাকিব-বুবলীর সম্পর্ক নিয়ে আগে চর্চা কম হয়নি। বিদেশে গিয়ে বুবলির সঙ্গে ঘনিষ্ঠতা, তারপর তাদের বিয়ে এবং ছেলে- সব নিয়ে হয়েছে তুমুল সমালোচনা।
ছেলের দায়িত্ব নেন না বলে শাকিবের বিরুদ্ধে অভিযোগও এনেছিলেন বুবলী। তারপরে অবশ্য অনেক দিন কেটে গিয়েছে। শাকিব ও তার ছোট ছেলের বিভিন্ন মুহূর্তের ছবিও এসেছে প্রকাশ্যে।
ক্যারিয়ারের শুরুতেই সিনেমায় নায়ক হিসেবে শবনম বুবলী পেয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। তারপর দর্শকদের কয়েকটি সুপারহিট সিনেমা উপহার দেন বুবলী। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর উত্থান হয়েছিল ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে।
শাকিব-বুবলীর রসায়নে দর্শকরা মুগ্ধ হয়ে পড়েন। তবে পর্দার রসায়ন থেকে একসময় বাস্তবজীবনেও জুটি বাঁধেন তারা। ২০১৮ সালের ২০ জুলাই চিত্রনায়কের সঙ্গে বিয়ে হয়। এরপর ২০২০ সালের ২১ মার্চ ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয় বলে জানান বুবলী।
এদিকে, গত বছর অক্টোবরে শাকিবের সঙ্গে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনার পর থেকে তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় ধোঁয়াশা। তারা এখনো স্বামী-স্ত্রী সম্পর্কে রয়েছেন, না বিচ্ছেদ হয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। এ নিয়ে শাকিব-বুবলীর কেউ অবশ্য স্পষ্ট কিছু বলেননি।
বাবা হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় এবং শবনম বুবলীর ছেলে বীরের সঙ্গে প্রায়ই সময় কাটিয়ে থাকেন শাকিব। কখনো বড় ছেলে, আবার কখনো ছোট ছেলের সঙ্গে সময় কাটানোর সেসব ছবি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে থাকেন শাকিব-অপু-বুবলী।
গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যায়, শাকিবের কোলে বসে আছেন ছেলে বীর। অভিনেতা মোবাইল ফোনের স্ক্রিনে তাকিয়ে আছেন, আর ছোট্ট বীরের দৃষ্টি সামনে থাকা ল্যাপটপে।
বুবলী ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘একজন রাজা সবসময়ই একজন রাজা। একজন সুপারস্টার সবসময়ই একজন সুপারস্টার।’ এরপরই এ চিত্রনায়িকা লেখেন, ‘বাবা ও ছেলের পোশাক যখন মিলে যায়।’ আর প্রতিটি বাক্যের শেষে হার্টের ইমোটিকন জুড়ে দিয়েছেন নায়িকা।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন