অ্যাডভান্স লেভেলের প্রযুক্তি ব্যবহার করা হবে ’নাথিং ফোন টু ফোনে’

প্রকাশিত: ফেব্রু ৬, ২০২৩ / ০৮:৫৮অপরাহ্ণ
অ্যাডভান্স লেভেলের প্রযুক্তি ব্যবহার করা হবে ’নাথিং ফোন টু ফোনে’

জনপ্রিয় স্মার্টফোন ম্যানুফ্যাকচারার কোম্পানি নাথিং ব্র্যান্ড এর প্রতিষ্ঠাতা কার্ল পেই সম্প্রতি ঘোষণা করেছেন যে, ২০২৩ সালের পরে নাথিং ফোন টু সবার সামনে উন্মোচন করা হবে। এর আগে নাথিং ফোন ওয়ান মার্কেটে রিলিজ করা হয়েছিল।

আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডের পরবর্তী স্মার্টফোনটি মার্কেটে রিলিজ করার আগে তিনি হ্যান্ডসেটটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। কোম্পানিটি জানায় যে, পূর্ববর্তী হ্যান্ডসেট থেকে নতুন স্মার্টফোনটি আরো অনেক বেশি উন্নত হবে।

নতুন স্মার্টফোনে সবদিক দিয়ে উন্নত প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যাবে। তবে নাথিং ব্র্যান্ড তাদের নতুন স্মার্টফোনের সফটওয়্যারের দিকে সবথেকে বেশি ফোকাস করছে।

নাথিং ফোন টু মোবাইলে সম্ভবত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর চমৎকার ব্যবহার লক্ষ্য করা যাবে। কার্ল পেই আরো বলেন যে, ব্র্যান্ডের নতুন ফোনকে ফ্ল্যাগশিপ স্মার্টফোন বলার কোন যুক্তিসঙ্গত কারণ নেই।

কেননা নতুন ফোনকে ফ্ল্যাগশিপ স্মার্টফোন বলা হলে হয়তো অনেকে ভাবতে পারে পূর্বে রিলিজ করা নাথিং ফোন ওয়ান স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ ফোন নয়। কিন্তু বাস্তবে সেটিও ফ্ল্যাগশিপ স্মার্টফোন ছিল।

কাঙ্খিত নাথিং ফোন টু স্মার্টফোনটি আগের মোবাইলের উন্নত সংস্করণ হবে এমনটাই মনে করেন প্রতিষ্ঠানটির প্রধান কার্ল পেই। নাথিং ফোন ওয়ান এর সকল ইতিবাচক দিকগুলি নতুন ফোনে উপস্থিত থাকবে বলে তিনি মনে করেন।

এই বছরের শেষ দিকে নাথিং ফোন টু বাজারে উন্মোচন করা হবে। তবে বিশ্বব্যাপী মার্কেটিং রিলিজ করার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটে ফোনটি পাওয়া যাবে। এরপর ধাপে ধাপে অন্য দেশের মার্কেটে নতুন হ্যান্ডসেটটি রিলিজ করা হবে।

কোম্পানি আশা করছে যে, এবার ফোনটিকে ঘিরে বিশ্বব্যাপী একটি আগ্রহের জায়গা তৈরি হবে এবং অনেক বেশি সেল বাড়বে। কোম্পানিটি তাদের স্মার্টফোনের কোয়ালিটি এবং পারফরম্যান্স বৃদ্ধি করার ক্ষেত্রে বদ্ধপরিকর।

সময়ের সাথে পাল্লা দিয়ে আপল এবং স্যামসাং এর মত বড় বড় কোম্পানি তাদের স্মার্টফোনে অনেক আপডেট নিয়ে এসেছে। সেক্ষেত্রে নাথিং ব্র্যান্ড পিছিয়ে থাকতে চায় না।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন