হিরো আলম কি এখানেই থামবেন, নাকি নতুন শুরু করবেন?

প্রকাশিত: ফেব্রু ২, ২০২৩ / ০১:৪৩পূর্বাহ্ণ
হিরো আলম কি এখানেই থামবেন, নাকি নতুন শুরু করবেন?

ভোটের লড়াইয়ে জিততে জিততে হেরে গেলেন দেশের সবচেয়ে আলোচিত ও সমালোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম। মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হলেন আলোচিত এই সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। তীরে এসেও শেষ পর্যন্ত তরী ডুবল হিরো আলমের।

দেশজুড়ে তিনি বরাবরই আলোচনার শীর্ষে থাকেন। কখনো অভিনয় করে, কখনো গান গেয়ে, কখনো কবিতা আবৃত্তি করে। এর আগেও নিজ এলাকা থেকে করেছিলেন জাতীয় নির্বাচন! তবে এবার তিনি চমকে দিতেই যাচ্ছিলেন গোটা দেশবাসীকে!

বগুড়ার-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৩ কেন্দ্রের প্রাপ্ত ভোটে এগিয়েও ছিলেন হিরো আলম। তবে শেষ পর্যন্ত সব কেন্দ্রের প্রাপ্ত ভোটে পরাজিত হন হিরো আলম।

ওই আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন (মশাল) প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম হিরো আলম ১৯ হাজার ৫৭১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন