যাদের বউ-বাচ্চা আছে তারা মেসেজ দেবেন না: সুবহা

ঢাকাই সিনেমার নায়িকা হুমায়রা সুবহা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। বিভিন্ন সময়ই তিনি আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে নিজের ‘বিরক্তি’কে উগ্রে দিয়েছেন সুবহা। তুলে ধরেছেন ইনবক্সে আসা মেসেজের বিড়ম্বনার কথা।
বিবাহিত ও স্ত্রী-সন্তান আছে, এমন ব্যক্তিদের ইনবক্সে মেসেজ দিতে নিষেধ করেছেন তিনি।
চিত্রনায়িকা সুবহা লিখেছেন, ‘যারা বিবাহিত মানে যাদের বউ আছে এবং যাদের বাচ্চা আছে দয়া করে আমাকে ইনবক্সে টেক্সট দেবেন না আর আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। নয়তো আমি আপনার বউদের টেক্সটের স্ক্রিনশটগুলো সেন্ড করে দেব।’
সুবহা আরও লিখেছেন, ‘আমি প্রচণ্ড ঘৃণা করি বউ রেখে যারা নষ্টামি করে বেড়ায় এইসব লুচ্চা বেটাদেরকে। আর এতই যদি কুরকুরানি থাকে তাহলে বউ মরার পরে, নয়তো ডিভোর্স দেওয়ার পরে পিরিত দেখাতে আসবেন।’
পোস্টের শেষের দিকে তিনি লিখেছেন, ‘আমার জীবনে এত অভাব আর ঠেকা নাই, বিয়াত্তা লোকদের সাথে পিরিত করার। দুনিয়াতে অনেক সিঙ্গেল পোলাপান আছে ধন্যবাদ।’
প্রসঙ্গত, ২০১৮ সালে সুবহার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন।
পরবর্তীতে গায়ক ইলিয়াস হোসাইনের সঙ্গে নায়িকার বিয়ে-বিচ্ছেদ নিয়েও বেশ জলঘোলা হয়েছে। সেসব এখন অতীত। ব্যক্তিজীবনে নানান ঘাত-প্রতিঘাত পেরিয়ে অবশেষে ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন সুবহা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘বসন্ত বিকেল’। এতে তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন