বাজে পিচ বানানোয় কিউরেটরকে চাকরিচ্যুত করল ভারত

নিউজিল্যান্ডের ভারত সফরের মাঝপথে ব্যাপক সমালোচনা হচ্ছে উইকেট নিয়ে। গত রবিবার লক্ষ্ণৌতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচ জিতলেও উইকেট নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সেই ধারাবাহিকতায় চাকরিচ্যুত করা হলো একানা ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিউরেটর সুরেন্দর কুমারকে।
ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৯৯ রান তুলেছিল নিউজিল্যান্ড। সেই স্কোর টপকে যেতে ভারতকে খেলতে হয়েছে ১৯.৫ ওভার। ম্যাচ শেষে স্পিনারদের জন্য স্বর্গ আর ব্যাটসম্যানদের জন্য বধ্যভূমির মতো উইকেট বানানোর জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন হার্দিক পান্ডিয়া। তার একদিন পরই কিউরেটরকে চাকরিচ্যুত করার ঘোষণা দিল উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ)।
পিটিআইকে ইউপিসিএর একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা এক মাসের মধ্যে সব কিছু বদলে ফেলব। (ভারতের) টি-টোয়েন্টির আগে এই মাঠে ঘরোয়া ক্রিকেটের অনেক ম্যাচ হয়েছে। কিউরেটরের উচিত ছিল এক-দুইটি উইকেট বাঁচিয়ে রাখা। অত্যধিক ব্যবহার ও বাজে আবহাওয়ার কারণে নতুন উইকেট তৈরি করার যথেষ্ট সময় ছিল না।’
এদিকে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ দাবি করছে, ভারতীয় দলের চাহিদা অনুযায়ীই এমন পিচ তৈরি করা হয়েছিল! মজার ব্যাপার হলো, সুরেন্দর কুমারকে বিদায় করে তার জায়গায় যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সঞ্জীব কুমার আগরওয়াল বাংলাদেশ থেকে বহিস্কৃত হয়েছিলেন! গত সেপ্টেম্বরে সিলেটে নারী এশিয়া কাপে নিচু ও ধীরগতির উইকেটের কারণে তাকে বরখাস্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন