কাদের বললেন ‘টেক ব্যাক’ বললেই আলো থেকে অন্ধকারে ফিরবে না বাংলাদেশ

প্রকাশিত: জানু ৩১, ২০২৩ / ০৭:২৩অপরাহ্ণ
কাদের বললেন ‘টেক ব্যাক’ বললেই আলো থেকে অন্ধকারে ফিরবে না বাংলাদেশ

লন্ডনে বসে তারেক রহমান ‘টেক ব্যাক’ বললেই আলো থেকে অন্ধকারে বাংলাদেশ আর ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিদেশে বসে কাপুরুষের মতো রাজনীতি করে লাভ নেই। সাহস থাকলে দেশে ফিরে তারেক রহমানকে রাজনীতি করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

যারা জঙ্গিবাদের দোসর এবং বঙ্গবন্ধুসহ চার নেতার খুনি, তাদের হাতে বাংলাদেশ আর ফিরবে না বলেও এ সময় ওবায়দুল কাদের উল্লেখ করেন।

এই সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বিদেশে থেকে মানুষ হত্যার পরিকল্পনা না করে দেশে এসে আইনি পথে মোকাবেলা করুন।

সুত্রঃ যমুনা টিভি

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন