অভিনেতা মনদীপ রায় মারা গেছেন

কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রবীণ কৌতুক অভিনেতা মনদীপ রায় মারা গেছেন। রবিবার (২৮ জানুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই গুনী অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অভিনেতার পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
সুদীর্ঘ ক্যারিয়ারে ৫০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন মনদীপ রায়। জন্মগতভাবে একজন বাঙালি হলেও পরবর্তীতে বেঙ্গালুরুতে স্থায়ী হয়েছিলেন মনদীপ এবং ধীরে ধীরে কন্নড় চলচ্চিত্র শিল্পে নিজেকে অধিষ্ঠিত করেন।
মনদীপ রায় ১৯৮২ সালে ‘মিনচিনা ওটা’ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। প্রধানত কমিডে ভূমিকায় অভিনয়ের জন্য বিখ্যাত মনদীপ। আশ্চর্যজনক কমিক টাইমিংয়ের জন্য কন্নড় ইন্ডাস্ট্রির সুপরিচিত অভিনেতা ছিলেন তিনি।
থিয়েটার থেকে উঠে আসা এই গুণী অভিনেতা ‘মিনচিনা ওটা’, ‘পুষ্পকা বিমান’, ‘দেভারা আতা’, ‘নাগরহভু’, ‘অপথা রক্ষাকা’, ‘অমৃতধারে’ এবং ‘কুড়িগালু সার কুরিগালু’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন