প্রতিবন্ধী কিশোরীকে ৪ মাস ধরে ধ*র্ষ*ণ, গ্রেফতার ছাত্রলীগ নেতা!

লক্ষ্মীপুরে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধ* র্ষ*ণ মা* মলায় মাহবুব আলম শিফুল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রে* ফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাকে গ্রে* ফতার করা হয়। ওই দিনই তার বিরুদ্ধে মা* মলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।
গ্রে* ফতার শিফুল কমলনগর উপজেলার চর লরেন্স গ্রামের বাচ্চুর ছেলে। তিনি নবগঠিত কমলনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। দীর্ঘ দিন থেকে সে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় বসবাস করছে।
মামলার এজাহার সূত্র ও পুলিশ জানায়, গত ৪ মাস যাবত ভয়ভীতি দেখিয়ে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধ*র্ষ*ণ করে আসছিল ছাত্রলীগ নেতা শিফুল। সোমবার (৫ ডিসেম্বর) সকালে তার (কিশোরীর) ইচ্ছার বিরুদ্ধে ধ*র্ষ*ণ করার সময় ঘটনাটি ওই কিশোরীর চাচি দেখে ফেলে। পরে তার (চাচি মারজাহান আক্তার) শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে পা* লিয়ে যায় শিপুল।
এই ঘটনায় ৬ ডিসেম্বর ওই কিশোরীর চাচি বাদী হয়ে সদর থানায় মা* মলা দায়ের করেন। এই মা* মলায় রাতে বাঞ্চানগর এলাকায় অভিযান চালিয়ে শিপুলকে গ্রে* ফতার করে পুলিশ।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, এক বাকপ্রতিবন্ধীকে ধ*র্ষ*ণের মা* মলায় যুবককে গ্রে* ফতার করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
সুত্রঃ যমুনা টিভি
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন