গোলশূন্য থাকায় অতিরিক্ত সময়ে গড়ল স্পেন-মরক্কোর ম্যাচ

কাতার বিশ্বকাপের মঞ্চে স্পেনের সূচনা ছিল আসরের সবচেয়ে উড়ন্ত পারফরম্যান্স। প্রতিপক্ষ কোস্টারিকাকে ৭-০ গোল ব্যবধানে হারিয়ে চলতি বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল স্পেন। এরপর গ্রুপ পর্বে খেলা বাকি দুই ম্যাচে মোটে ২ গোল করতে পেরেছে দলটি। যেখানে একটি হারের সঙ্গে একটি ড্র ছিল।
এবার রাউন্ড অব সিক্সটিনে এসে তো নির্ধারিত ৯০ মিনিটে কোনও গোলই আদায় করে নিতে পারেনি দলটি। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ মরক্কোও গোল পায়নি স্পেনের বিপক্ষে। যার ফলে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুই দল।
দুই দলই পুরো ম্যাচ কেমন যেন খাপছাড়া হয়েই খেলেছে। ফেভারিট স্পেন শেষদিকে কিছুটা চাপ সৃষ্টি করেছিল বটে, এছাড়াও প্রথমার্ধেও দারুণ দুটি সুযোগ পেয়েছিল। তবে সেটি মরক্কোর জন্য খুব বেশি হুমকির ছিল না।
অন্যদিকে স্পেনের সঙ্গে পাল্লা দিয়ে লড়া মরক্কো গুটিকয়েক আক্রমণ করেও জালের দেখা মেলাতে পারেনি। খেলার বর্তমান অবস্থা দেখে যে কেউ ভাবতেই পারে, টাইব্রেকারই কী লক্ষ্য স্পেন-মরক্কোর?
বিস্তারিত আসছে…
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন