এখনো জ্বলছে বিএম ডিপোর আগুন

Jun 6, 2022 / 01:13pm
এখনো জ্বলছে বিএম ডিপোর আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ৩৮ ঘণ্টা পরেও নেভেনি আগুন। আগুন নেভাতে আরো কতো সময় লাগবে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা সেখানে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন।

আজ সোমবার সকাল ঘটনাস্থলে উপস্থিত সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, শনিবারের মতো রবিবার রাতে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নেভাতে কাজ করছেন।

এতে আগুন নিয়ন্ত্রণে থাকলেও কেমিক্যালের কারণে নিভছে না। এখনো অনেক কনটেইনারের ভেতর থেকে কুণ্ডলি হয়ে ধোঁয়া বের হচ্ছে। ’
ঘটনাস্থল থেকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। কিন্তু সম্পূর্ণভাবে নেভেনি। ধোঁয়া আছে কনটেইনারে। তবে আজকে যেকোন সময় আগুন নিভে যাবে বলে আশাবাদী।

এদিকে, ওই বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সংখ্যা এখন ৪৬। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।