এস্তোনিয়ার বিপক্ষে একাই ৫ গোল করলেন মেসি

গতরাতে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ র্যাংকিংয়ের ১১০তম দল, তাই মূল একাদশের বেশ কয়েকজনকে বিশ্রামে রাখলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
এস্তোনিয়ার বিপক্ষে মূল একাদশে বড় নাম শুধুই লিওনেল মেসি। কিন্তু প্রতিপক্ষকে ধসিয়ে দিতে যে এই মেসি একাই যথেষ্ট সেটা আরও একবার প্রমাণ করলেন আর্জেন্টাইন এই তারকা।
মেসি একাই করলেন পাঁচ গোল, উড়ে গেল এস্তোনিয়া।
রবিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেনের আল সাদর স্টেডিয়ামে এস্তোনিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এ নিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকল আর্জেন্টিনা। ম্যাচের ৮, ৪৫, ৪৭, ৭১ ও ৭৬তম মিনিটে গোলগুলো করেন মেসি।
গোটা ম্যাচে ৭৯ ভাগ বল দখল ও প্রতিপক্ষের পোস্টে ২৪টি শট নেয় আর্জেন্টিনা। এদিকে, আর্জেন্টিনার জালে মাত্র চারটি শট নিতে সক্ষম হয় এস্তোনিয়া।